এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 18 February, 2021 10:36 AM IST
Job Recruitment 2021 (Image Credit - Google)

আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। এই মাসেই আবেদন করুন রাজ্য তথা দেশের যে কোন প্রান্ত থেকে। নির্বাচনের পূর্বেই কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে রাজ্যের সমবায় ব্যাংকগুলিতে। সমগ্র পশ্চিমবঙ্গে জুড়ে সর্বমোট ৭ টি গ্রামীণ ও সমবায় ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ ও সমবায় ব্যাংক গুলিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ - সি কর্মী নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে মেয়ে সকলে এই আবেদন করতে পারবে।

চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত –

ব্যাংকের নাম এবং পদ বিষয়ক তথ্য (Post Details) –

১) উত্তর ২৪ পরগণা কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড -

এই সমবায় ব্যাংকটিতে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, গ্রুপ - সি (UR - ১, SC- ১, OBC A - ১)।

শিক্ষাগত যোগ্যতা -

আবেদনকারীকে মাধ্যমিক পাশ বা সমতুল্য বিষয়ে উত্তীর্ণ হতে হবে সাথে কম্পিউটারের বেসিক কোর্স জানতে হবে।

বেতন - বেতন মাস প্রতি ১২,৬৮৩/- ।

২) সমতা কো অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড –

এই সমবায় ব্যাংকটিতে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে (UR – ২)।

শিক্ষাগত যোগ্যতা –

  • বি.টেক/ অনার্স গ্র্যাজুয়েট এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে প্রার্থীর কম্পিউটারের বেসিক নলেজ থকতে হবে।

  • ব্যাংকিং সেক্টরে ৩ বছর অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী আবেদন জানাতে পারবেন।

বেতন- প্রতি মাসে ৩০,২৮৮/-

৩) দ্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্র্যাফটস্‌ কো অপারেটিভ সোসাইটি লিমিটেড –

এই ব্যাংকটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পদসংখ্যা (UR - ৪, SC - ১, OBC A- ১)।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদনকারীকে যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য কোর্সে পাশ হতে হবে। সাথে কম্পিউটারে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

বেতন - প্রতি মাসে ২২,১০০/-

৪) দ্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্র্যাফটস্‌ কো অপারেটিভ সোসাইটি লিমিটেড –

এই ব্যাংকটিতে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পদসংখ্যা (UR- ২ , SC - ১)।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদনকারীকে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে রেগুলারে বি.কম উত্তীর্ণ হতে হবে। সাথে কম্পিউটারে ডিপ্লোমা/ সার্টিফিকেট এবং ট্যালি কোর্স জানতে হবে।

বেতন- প্রতি মাসে ২৯,৪৫৮/-

৫) ঢাকুরিয়া কো অপারেটিভ ব্যাংক লিমিটেড -

এই সমবায় ব্যাংকটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (UR - ১, SC- ১) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা যেকোন শাখায় গ্র্যাজুয়েশনে উত্তীর্ণ প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন, তবে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

আবেদনকারীর কম্পিউটারে কোর্সে সার্টিফিকেট থাকতে হবে ।

বেতন – মাস প্রতি ২০,৬৬৮/-।

৬) পুরুলিয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক লিমিটেড -  

এই সমবায় ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড - ১ ( UR- ৩, SC - ১, ST - ১, OBC A - ১) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদনকারীকে যে কোন শাখায় স্নাতক হতে হবে। সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকা আবশ্যক।

বেতন – প্রতি মাসে ১৭,৮৬৬/- ।

৭) দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড –

এই ব্যাংকটিতে প্রার্থী অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ( UR - ১, OBC A - ১) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা –

আবেদনকারীকে কমার্সে গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং সঙ্গে কম্পিউটার জানতে হবে ।

বেতন - প্রতিমাসে ২৫,৯২৪/-।

আবেদন পদ্ধতি -

নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশন (West Bengal cooperative Service Commission।

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আবেদনের অন্তিম সময়সীমা –

আবেদন করা যাবে ১১ ই মার্চ, ২০২১।

আবেদন পদ্ধতি –

আবেদনের জন্য আগ্রহী ব্যক্তিদের ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশner অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে – www.webcsc.org

১৮-৪০ বছর বিশেষ শ্রেণীর জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন - চাকরি খুঁজছেন? শীর্ষস্থানীয় সংস্থা মাহিন্দ্রা বীজ বিক্রয়ের জন্য কৃষিক্ষেত্রে করছে নিয়োগ (Mahindra Job)

English Summary: Looking for a banking job? Bank recruitment, 2021, see the application procedure
Published on: 17 February 2021, 11:17 IST