এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 18 April, 2023 4:46 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ দাম বাড়ল আলুর।গত কয়েকদিন আগেই খোলা বাজারে আলুর দাম ছিল সাত থেকে আট টাকা প্রতি কেজি।এবার এক ধাক্কায় সেই দাম বেড়ে হল ১৬ টাকা প্রতি কেজি।আর তাতেই চওড়া হাসি ফুঁটেছে মালদহের আলু চাষীদের মুখে।

গত কয়েকদিন থেকে আলুর সঠিক দাম না মেলায় ক্ষোভ দেখা যাচ্ছিল মালদহের আলু চাষীদের মধ্যে। দিনকয়েক আগে ৫৫০ টাকা প্রতি কুইন্ট্যাল দরে আলু বিক্রি করতে হয়েছিল কৃষকদের। কিন্তু এখন সেই আলু প্রতি কুইন্ট্যাল ১১০০ দরে বিক্রি করছেন চাষীরা। আর তাতেই খুশির হাওয়া বইছে কৃষক মহলে।

আরও পড়ুনঃ হিটস্ট্রোকে মৃত্যু ১১ জনের! ১২০ জন হসপিটালে, সরকারি অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা

মালদহকে আমের জেলা হিসাবেই দেখা হয়। তবে আম ছাড়াও আলু সহ অন্যান্য ফসলের চাষ ভালই হয় এই জেলায়।প্রধানত মালদহ একটি কৃষি প্রধান এলাকা ।এই জেলার অধিকাংশ মানুষজন জীবিকা নির্বাহ করে কৃষি কাজ করেই। ধানসহ বিভিন্ন শাকসবজি ও আলুর চাষ করে লাভের মুখ দেখেন এই জেলার চাষিরা। সেইমতো এইবছর আলু চাষ করেছে জেলার বিভিন্ন ব্লকের আলু চাষিরা।

গাজোল ও পুরোন মালদহ এই দু’টি ব্লকে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়। এবারও ভাল উৎপাদন হয়েছে। ফলন বেশি হওয়ায় জমি থেকে আলু তোলার সময় দাম মিলছিল না।আর তাতেই মাথায় হাত পড়েছিল জেলার আলু চাষীদের মধ্যে। চাষীদের অভিযোগ,হিমঘরে আলুর বন্ড পাচ্ছিলেন না আলু চাষীরা।

আরও পড়ুনঃ কৃষি পরিকাঠামো উন্নয়নে ব্যাপক সাফল্য! ৫০হাজার কর্মসংস্থান নিশ্চিত

মিডিয়া রিপোর্ট অনুযায়ী,জেলায় ১০ হাজার ১১৬ হেক্টর জমিতে আলু চাষ হয়।এবার প্রতি হেক্টর জমি থেকে ৩০ মেট্রিক টন আলু ফলন হয়েছে।চাহিদার তুলনায় বেশি ফলন হওয়ায় দাম পাচ্ছিলেন না জেলার কৃষকরা।মালদহের উৎপাদিত আলু দক্ষিণবঙ্গে রফতানি শুরু হয়েছে।আর তাতেই ভাগ্য ফিরল মালদহের আলু চাষীদের।

English Summary: Luck returned to Malda potato farmers! The price increased by 16 taka
Published on: 18 April 2023, 04:46 IST