হিটস্ট্রোকে মৃত্যু ১১ জনের! ১২০ জন হসপিটালে, সরকারি অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা

গোটা দেশে চলছে গরমের স্পেল। গ্রীষ্মের চরম দাবদাহে অতিষ্ঠ জনজীবন।

Rupali Das
Rupali Das
হিটস্ট্রোকে মৃত্যু ১১ জনের! ১২০ জন হসপিটালে, সরকারি অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা

গোটা দেশে চলছে গরমের স্পেল। গ্রীষ্মের চরম দাবদাহে অতিষ্ঠ জনজীবন। তারই মধ্যে মুম্বাইয়ে আয়োজন করা হয় মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান। আর সেখানেই ঘটল বিপত্তি। বিপুল পরিমাণ জনগণের সম্ভার হয় এই অনুষ্ঠানে। চাঁদি ফাটা রোদে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন ১২০ জন। হসপিটালে ভর্তি প্রায় ৫০ জন।

এদিন এই অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পাসাহেব ধর্মাধিকারীকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ। খোলা মাঠের মধ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গরমের তাপে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। অনুষ্ঠানের আয়োজকদের ওপর এই মর্মান্তিক ঘটনার দায় চাপাচ্ছে মৃতের আত্মীয়রা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে

এই অনুষ্ঠানে দায়িত্বে থাকা এক আধিকারিক জানান প্রখর রোদে অনুষ্ঠান চলাকালিন ১২৩ জন ডিহাইড্রেশনের ফলে অসুস্থ হন। ওই প্রাঙ্গনে মেডিকেল বুথের ব্যবস্থা ছিল সেখানে ৩০ জনকে রেফার করা হয়। পাশাপাশি ১৩ জনের অবস্থা ছিল খুবই সংকটজনক। তাঁদের হসপিটালে পাঠানো হয়। প্রাঙ্গনে ৩০ জনের মত ডাক্তার ছিল। ইতিমধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে হসপিটালে অসুস্থদের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি মৃতের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ  অত্যাধিক গরম! তড়িঘড়ি স্কুল কলেজ বন্ধের নির্দেশ মমতার, কি বলছে হাওয়া অফিস

অনুষ্ঠানের আয়োজক সরকারের গাফিলতির জন্যই এতগুলো নিরীহ প্রাণ গেল। এই মন্ত্যব্য করেছেন অনেকেই। পাশাপাশি এনসিপি নেতা সুরজ চহ্বাণ বলেন “রোদের মধ্যে এত বড় অনুষ্ঠানের আয়োজন কেন? সরকারের গাফিলতির জন্যই এতগুলো নিরীহ প্রাণ গেল। সরকারের বিরুদ্ধে এই অপরাধে হত্যার মামলা করা উচিত”।  

আরও পড়ুনঃ  Profitable Farming: তেলের দাম ২০ হাজার টাকা, চাহিদা বাড়ছে এই সুগন্ধি চাষে

Published On: 17 April 2023, 12:02 PM English Summary: 11 people died in heatstroke! 120 people in the hospital, a tragic incident at a government event

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters