রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 24 January, 2022 3:33 PM IST
প্রতীকী ছবি

অর্থ সঞ্চয় করে রাখতে সকলেই চান। আর টাকা সঞ্চয় করে রাখার জন্য  ফিক্সড ডিপোজিট এর থেকে ভালো বিকল্প আর নেই।  ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে একাংশ ঝোঁকেন এস বি আই ব্যাঙ্কের দিকে এবং কিছুজন পোস্ট অফিসের দিকে। তবে  ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে কোথায় সুদের পরিমাণ বেশি। কোথায় সুদের পরিমাণ কত সেই দেখেই  ফিক্সড ডিপোজিট এর অ্যাকাউন্ট খোলা উচিত। আসুন দেখে নিই কোথায় কেমন সুদ দেয়।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট

২০২১ সালের ৮ই জানুয়ারি সুদের পরিমাণ নিয়ে শেষ আপডেট করা হয়। এই আপডেট অনুযায়ী ২ কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন পরিমানের সুদ পাওয়া যায়। ৭ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটে সুদের হার ২.৯ শতাংশ । বয়স্ক নাগরিকরা ৩.৪ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন।

৪৬ থেকে ১৭৯ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটে সুদের হার ৩.৯ শতাংশ। বয়স্ক নাগরিকরা সুদ পান ৪.৪ শতাংশ। একই ভাবে  ১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত  ৪.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। বয়স্ক নাগরিকদের এই সুদের পরিমাণ ৪.৯ শতাংশ।

৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটে ৫.৩ শতাংশ হারে সুদ মেলে।  বয়স্ক নাগরিকদের  এই সুদের পরিমাণ ৫.৮ শতাংশ। ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটে ৫.৪ শতাংশ হারে সুদ মেলে। বয়স্ক নাগরিকদের এই সুদের পরিমাণ ৬.২ শতাংশ। পাশাপাশি ১ থেকে ২ বছর ৫ শতাংশ হারে এবং ২ থেকে ৩ বছর পর্যন্ত ৫.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়।

পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম

১ বছরের জন্য সুদ- ৫.৫০ শতাংশ

২ বছরের জন্য সুদ-৫.৫০ শতাংশ

৩ বছরের জন্য সুদ -৫.৫০ শতাংশ

৫ বছরের জন্য সুদ- ৬.৭০ শতাংশ

আরও পড়ুনঃ সুখবর! SBI-কম সুদে দিচ্ছে হোম টপ আপ লোন! রইল বিস্তারিত

আরও পড়ুনঃ  আপনার SBI অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে ১৪৭.৫০ টাকা? কি কারণ জানেন?

English Summary: Post Office or State Bank of India! Where is the benefit of opening a fixed deposit account? Here are the details
Published on: 24 January 2022, 03:33 IST