দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা? MFOI কৃষকদের সম্পর্কে আপনার ধারণা পরিবর্তন করবে ভারতীয় কৃষি নেতা এবং কৃষকদের MFOI অ্যাওয়ার্ডস 2024-এ একসঙ্গে দেখা যাবে, এখানে সম্পূর্ণ বিবরণ পড়ুন
Updated on: 14 May, 2021 6:46 PM IST
Exam hall (mage Credit - Google)

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে গ্রুপ-সি মাল্টিটাস্কিং স্টাফ পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে | কোনো লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে | পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ ও মহিলা আবেদন করতে পারেন |

দেখে আবেদনের বিস্তারিত পদ্ধতি -

পদের নাম:

পদের নাম হলো মাল্টিটাস্কিং স্টাফ (MTS) | নিয়োগ করা হবে কলকাতার  J.B. Roy State Ayurvedic Medical College & Hospital- এ |

বেতন (Salary):

বেতন মিলবে প্রতি মাসে ১০ হাজার টাকা |

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

মাল্টিটাস্কিং স্টাফ  (MTS) পদে আবেদন করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ | এছাড়াও, কম্পিউটার ও ল্যাবরেটরির প্রয়োজনীয় কাজে জ্ঞান থাকতে হবে |

কিভাবে আবেদন করবেন (How to apply)?

আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে | আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিতে স্বপ্রত্যয়িত বা সেলফ এটাস্টেড  (Self-attested) করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে | আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৭ মে, ২০২১ বিকেল ৩ টা |

আবেদনপত্র পাবার লিঙ্ক (Application Link):

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/504.PDF  - এই লিঙ্কটিতে ক্লিক করে আবেদনপত্র এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন |

প্রার্থী বাছাই পদ্ধতি:

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে | কোনো লিখিত পরীক্ষা হবেনা | ইন্টারভিউ হবে ২৪ মে, ২০২১ তারিখে | ইন্টারভিউ শুরু হবে দুপুর ১২ টায় |

আরও পড়ুন - কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হল ১,৫০০ কোটি টাকা

ইন্টারভিউয়ের ঠিকানা:

ইন্টারভিউ হবে J.B. Roy State Ayurvedic Medical College & Hospital -এর প্রিন্সিপাল সুপারিনটেনডেন্ট এর অফিসে বা সরাসরি অনলাইনে |

আরও পড়ুন - PM Kisan Samman Nidhi : আজই কিস্তি পাবেন রাজ্যের কৃষকরা!

English Summary: Recruitment of Group-C staff in Government Hospital, Apply if you passed H.S.
Published on: 14 May 2021, 06:46 IST