এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 8 May, 2022 4:44 PM IST
ফেসবুকে আসছে রিল, রিল করুন মাসে ৩ লাখ টাকা পান, বড় ঘোষণা ফেসবুকের

আপনারও যদি রিল বানানোর শখ থাকে তবে আপনার জন্য সুখবর রয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগ চলছে। সবাই মোবাইল ব্যবহার করছে এবং অনেক মোবাইল ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এতে আমরা ফেসবুকে রিল দেখতে পাই তবে এখন আপনি রিলের মাধ্যমে ফেসবুকে অর্থ উপার্জন করতে পারেন।

মেটা, একটি ফেসবুকের মালিকানাধীন কোম্পানি, ঘোষণা করেছে যে ফেসবুক রিলে আসল সামগ্রীর নির্মাতাদের প্রতি মাসে 3.07 লাখ টাকা দেওয়া হবে। তাই আপনি এখন রিল এর মাধ্যমে প্রতি মাসে 3 লক্ষ টাকার বেশি আয় করতে পারেন। রিলের ভিউ সংখ্যার উপর নির্ভর করে বিষয়বস্তু নির্মাতাদের ডলারে অর্থ প্রদান করা হবে। 

ফেসবুক রিলে প্রতি মাসে 4,000 পর্যন্ত আয় করার সুযোগ রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আপনি যদি এই ডলারকে রুপিতে রূপান্তর করেন, তাহলে পরিমাণ প্রায় 3.07 লক্ষ টাকা। আপনার যা দরকার তা হল একটি স্মার্টফোন এবং ভালো কন্টেন্ট এবং ফেসবুকে রিল তৈরি করার জ্ঞান। তা ছাড়া আর কিছু লাগবে না।

আরও পড়ুনঃ  ফেসবুক ব্যবহারকারী সাবধান, ভুলেও এই ভুলগুলো করবেন না, না হলে জেলে যেতে হতে পারে

"আমরা Facebook- এ "চ্যালেঞ্জ" উপস্থাপন করছি , যা নির্মাতাদের সামগ্রী নগদীকরণে সহায়তা করে ," মেটা একটি বিবৃতিতে বলেছে৷ এটি দিয়ে আপনি প্রতি মাসে 4000 ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

প্রথম স্তরে , যখন প্রযোজকদের 5টি রিলের প্রতিটি 100টি ভিউ অতিক্রম করে , আপনি 20টি পাবেন৷ যখন নির্মাতারা চ্যালেঞ্জটি সম্পূর্ণ করেন , পরবর্তী চ্যালেঞ্জটি আনলক করা হয়। 5টি রিল চ্যালেঞ্জ শেষ করার পর আপনাকে 20টি রিলে 500টি ভিউ সম্পূর্ণ করার জন্য চ্যালেঞ্জ করা হবে। তারপর মাস শেষে 0 থেকে শুরু করতে হবে। এটাকে আপনি ক্যারিয়ার হিসেবেও দেখতে পারেন। 

আরও পড়ুনঃ  এখন আর ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে আর টি ও অফিসে যাওয়ার দরকার নেই , জেনে নিন কীভাবে ঘরে বসে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স

English Summary: Reel is coming to Facebook, Reel, get 3 lakh rupees per month, big announcement of Facebook
Published on: 08 May 2022, 04:44 IST