আজ নবান্নে শাহি বৈঠক। মুখোমুখি মমতা-অমিত শাহ

দু’দিনের সফরে কলকাতায় এসেছেন অমিত শাহ।পরিকল্পিত সূচি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠকে পৌরহিত্য করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

KJ Staff
KJ Staff
সংগৃহীত ।

কৃষিজাগরন ডেস্কঃ দু’দিনের সফরে কলকাতায় এসেছেন অমিত শাহ।পরিকল্পিত সূচি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠকে পৌরহিত্য করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টা থেকে নবান্নে এই বৈঠক শুরু হয়েছে। চলবে বেলা ১টা পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশিই এই বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও কেন্দ্রীয় বাহিনীর প্রধানরাও থাকবেন এই বৈঠকে।

আরও পড়ুনঃ বারুইপুরের পেয়ারা অতীত! শীতের মরশুমে বাজার কাঁপাচ্ছে এই ভিনদেশী ফল

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের চার রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড এই কাউন্সিলের সদস্য। মূলত প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে আভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিকাঠামোগত ক্ষেত্রে যৌথ উদ্যোগ আলোচনা ও সমাধানের পথ খুঁজতেই সদস্য রাজ্যগুলিতে ঘুরে ঘুরে এই কাউন্সিলের বৈঠক বসে প্রতি বছর। এবার পশ্চিমবঙ্গ তাই এই বৈঠকের আয়োজক। রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় নবান্ন সভাঘরে এই বৈঠক বসেছিল। বিহারের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী তেজস্বী যাদব এবং ওড়িশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরা প্রতিনিধিত্ব করবেন।

পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এদিন বৈঠকে এক দেশ, এক পুলিশ ভাবনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ডিভিসি-র (DVC) জলছাড়া, মহানন্দা ও ময়ূরাক্ষীর জল বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি ফ্রেট করিডর তৈরির জমি অধিগ্রহণ, বনাঞ্চল, খনি-সহ প্রায় ৪০টি বিষয় আলোচ্যসূচিতে রয়েছে।

আরও পড়ুনঃ চলতি অর্থবর্ষে সার কোম্পানি গুলিকে নিয়ে বড় ঘোষণা হতে চলেছে, জানুন বিস্তারিত

প্রথমে ঠিক ছিল, এই বৈঠক হবে ৫ নভেম্বর। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister) ব্যস্ততার কারণে শেষ মুহূর্তে তা বাতিল হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনে প্রস্তুত নবান্ন। শনিবার নবান্ন সভাঘরে (Nabanna Sabhaghar) অনুষ্ঠিত হবে 'পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদ' (Eastern Zonal Council)-এর বৈঠক ৷ তাতে যোগ দিতে শুক্রবার রাতেই কলকাতা পৌঁছে যাবেন অমিত শাহ (Amit Shah) ৷

সূত্রের খবর, এই বৈঠক শেষে কলকাতা বিমানবন্দর হয়ে শিলং চলে যাওয়ার কথা অমিত শাহের। তবে, সূচিতে কিছু পরিবর্তন হতেও পারে।

 

Published On: 17 December 2022, 02:47 PM English Summary: Shahi meeting in Nabanna today. Face to face Mamata-Amit Shah

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters