রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 28 December, 2021 1:00 PM IST
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার । সোমবার সকালে সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত স্থিতিশীল আছেন তিনি। তবে সৌরভের স্ত্রী ডোনা এবং মেয়ে সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

সোমবার হঠাৎ করেই অসুস্থ অনুভব  করেন সৌরভ। তার পরেই তাকে তরিঘরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সোমবার রাত থেকে তিনি হাসপাতালেই রয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁর চিকিৎসা হাসপাতালে হবে না বাড়িতে এনে তাঁকে আইসোলেশানে রাখা হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সৌরভ চাইছেন, বাড়িতেই তাঁর চিকিৎসা হোক।

আরও পড়ুনঃ পিএম কিষাণ যোজনাঃ আর কিছুদিনের মধ্যেই ঢুকবে ১০তম কিস্তি, চেক করবেন কিভাবে? রইল সহজ পদ্ধতি

সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের  শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য তিনি কয়েকটি  বিজ্ঞাপনী শ্যুটিং করেছেন। তবে  কী ভাবে এবং কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ এবং বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেখান থেকেও তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন ।

গত কয়েক দিন ধরেই সংবাদের শীর্ষে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি এবং বিসিসিআই এর মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে। সেই দিকেই রয়েছে গোটা দেশের নজর । কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সব মিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারিরিক দিকটা মোটেই ভালো যাচ্ছে না ।

আরও পড়ুনঃ  মোদির কনভয়ে যুক্ত হল ১২ কোটি টাকার মার্সিডিজ, বুলেট ও বিস্ফোরণে কোনো প্রভাব ফেলবে না

English Summary: Sourav Ganguly attacked by corona
Published on: 28 December 2021, 01:00 IST