পিএম কিষাণ যোজনাঃ আর কিছুদিনের মধ্যেই ঢুকবে ১০তম কিস্তি, চেক করবেন কিভাবে? রইল সহজ পদ্ধতি

কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তাই বছরের শেষে কৃষকদের জন্য খুশির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। বছরের শুরুতেই কৃষকদের উপহার দিতে চলেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ জানুয়ারী, ২০২২ তারিখে দুপুর ১২ টায় PM কিষাণ যোজনার ১০ তম কিস্তি প্রকাশ করবেন। ইতিমধ্যেই এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে কৃষি মন্ত্রণালয়ে। প্রায় ২২ হাজার কোটি টাকা হতে পারে। স্বাধীনতার পর এটাই প্রথম প্রকল্প, যার আওতায় প্রথমবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রায় ১১ কোটি কৃষককে ১.৬১ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষকরা উপকৃত হচ্ছেন।

Rupali Das
Rupali Das

কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। তাই বছরের শেষে কৃষকদের জন্য খুশির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। বছরের শুরুতেই কৃষকদের উপহার দিতে চলেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১ জানুয়ারী, ২০২২ তারিখে দুপুর ১২ টায় PM কিষাণ যোজনার ১০ তম কিস্তি প্রকাশ করবেন। ইতিমধ্যেই এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে কৃষি মন্ত্রণালয়ে। প্রায় ২২ হাজার কোটি টাকা হতে পারে। স্বাধীনতার পর এটাই প্রথম প্রকল্প, যার আওতায় প্রথমবার সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এর আওতায় দেশের প্রায় ১১ কোটি কৃষককে ১.৬১ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায়  ক্ষুদ্র কৃষকরা উপকৃত হচ্ছেন।  

আরও পড়ুনঃ  মোদির কনভয়ে যুক্ত হল ১২ কোটি টাকার মার্সিডিজ, বুলেট ও বিস্ফোরণে কোনো প্রভাব ফেলবে না

মিডিয়া রিপোর্ট অনুযায়ী বছরের প্রথম দিনই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে PM কিষাণ যোজনার ১০ তম কিস্তি। কিন্তু সরকারের তরফ থেকে আপাতত কোনও বিবৃতি দেওয়া হয়নি। আপনিও এই 10তম কিস্তের অপেক্ষা করছেন আপনি অনলাইনে জাকার স্টেটস চেক করতে চান। যদি আপনি আপনার অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ক্রেডিট হওয়ার অপেক্ষা করছেন তাহলে আপনি ট্রল ফ্রি নম্বরে যোগাযোগ করতে পারেন সমস্ত তথ্য জানার জন্য। পাশাপাশি আসুন  জেনে নেওয়া যাক কিভাবে চেক করবেন টাকা এসেছে কিনা।

আরও পড়ুনঃ  দিন দিন কমে যাচ্ছে কলা উৎপাদনের হার! কৃষকরা নিলেন বড় সিদ্ধান্ত

স্ট্যাটাস চেক করার জন্য এই পন্থা অবলম্বন করুনঃ

  • প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিশিয়াল ওয়েবসাইট, https://pmkisan.gov.in-এ যেতে হবে। 

  • এখানে  'কৃষক কর্নার' বিকল্পে ক্লিক করুন। 

  • এখন 'বেনিফিশিয়ারি লিস্ট' কে অপশনে ক্লিক করুন। 

  • এখানে আপনার রাজ্য, জেলা, উপ জেলা, ব্লক এবং গ্রামকে বেছে নেওয়া হয়েছে। 

  • এর পরে 'রিপোর্ট পান'-এ ক্লিক করুন।

এইভাবেই আপনি পেয়ে যেতে পারেন টাকা সম্পর্কিত বিভিন্ন তথ্য। পাশাপাশি যদি আপনার নাম পিএম কৃষক সম্মান নিধির 10তম কিস্ত তালিকায় নেই তাহলে আপনি পিএম কৃষক সম্মান নিধির হেল্পলাইন নম্বরে কল করবেন। 155261 এবং 011-24300606 এটি হল হেল্পলাইন নম্বর। 

Published On: 28 December 2021, 11:33 AM English Summary: PM Kisan Yojana: The 10th installment will come in a few days, how to check? There is a simple method

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters