এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 31 May, 2021 4:02 PM IST
Job recruitment (Image Credit - Google)

পশ্চিমবঙ্গের কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে টেকনিক্যাল এনালিস্ট পদের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে | সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারেন |

পদের নাম (Designation):

টেকনিক্যাল এনালিস্ট

শূন্যপদ (Vacancy):

মোট ৬ টি | (কলকাতা-১টি , মুম্বাই-২টি , চেন্নাই-২টি, রায়বরেলি- ১টি )

বয়স (Age):

১৮/০৬/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ এর মধ্যে |

বেতন (Salary):

৩০,০০০ টাকা প্রতি মাসে |

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

রসায়নবিদ্যার ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / অর্গানিক কেমিস্ট্রি / আনালিটিক্যাল কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর হতে হবে |

মাইক্রোবায়োলোজির ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলোজি / ফুড মাইক্রোবায়োলোজি / অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলোজি নিয়ে স্নাতকোত্তর হতে হবে |

উভয় বিষয়ের ক্ষেত্রে ফুড কোয়ালিটি টেস্টিং ল্যাবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |

আবেদন পদ্ধতি (Application Procedure):

আগ্রহী প্রার্থীরা তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত নকল কপি, বয়সের প্রমাণপত্র, বর্তমান পাসপোর্ট সাইজ ফটো, বায়ো ডাটা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট মেইল করতে হবে |

আরও পড়ুন - Agronomy: কৃষিবিজ্ঞান নিয়ে কি পড়বেন, কেন পড়বেন?

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Last Date) ১৮/০৬/২০২১ |

নির্বাচন পদ্ধতি:

স্নাতকোত্তর লেভেলের প্রশ্ন হবে |২ ঘন্টার লিখিত পরীক্ষা হবে | প্রার্থীর অভিজ্ঞতা এবং লিখিত পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে | নির্বাচিত প্রার্থীদের এই ওয়েবসাইটে লিখিত পরীক্ষার সময়, তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে |

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

http://indianspices.com/sites/default/files/Appd%20detailed%20advertisement.pdf

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - NABARD Recruitment 2021: জুনিয়র কনসালট্যান্ট এবং অন্যান্য পদগুলির জন্য আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করে

English Summary: Spices Board Recruitment 2021: Staff recruitment is going on in the State Spice Research Center, find out the application procedure
Published on: 31 May 2021, 04:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)