পশ্চিমবঙ্গের কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে টেকনিক্যাল এনালিস্ট পদের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে | সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারেন |
পদের নাম (Designation):
টেকনিক্যাল এনালিস্ট
শূন্যপদ (Vacancy):
মোট ৬ টি | (কলকাতা-১টি , মুম্বাই-২টি , চেন্নাই-২টি, রায়বরেলি- ১টি )
বয়স (Age):
১৮/০৬/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ এর মধ্যে |
বেতন (Salary):
৩০,০০০ টাকা প্রতি মাসে |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
রসায়নবিদ্যার ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / অর্গানিক কেমিস্ট্রি / আনালিটিক্যাল কেমিস্ট্রি নিয়ে স্নাতকোত্তর হতে হবে |
মাইক্রোবায়োলোজির ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলোজি / ফুড মাইক্রোবায়োলোজি / অ্যাপ্লায়েড মাইক্রোবায়োলোজি নিয়ে স্নাতকোত্তর হতে হবে |
উভয় বিষয়ের ক্ষেত্রে ফুড কোয়ালিটি টেস্টিং ল্যাবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |
আবেদন পদ্ধতি (Application Procedure):
আগ্রহী প্রার্থীরা তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্বপ্রত্যয়িত নকল কপি, বয়সের প্রমাণপত্র, বর্তমান পাসপোর্ট সাইজ ফটো, বায়ো ডাটা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট মেইল করতে হবে |
আরও পড়ুন - Agronomy: কৃষিবিজ্ঞান নিয়ে কি পড়বেন, কেন পড়বেন?
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ (Last Date) ১৮/০৬/২০২১ |
-
কলকাতার প্রার্থীদের জন্য মেইল আইডি: sbkolkatarecruitment@gmail.com
-
চেন্নাইয়ের প্রার্থীদের জন্য মেইল আইডি: sbchennairecruitment@gmail.com
-
মুম্বাইয়ের প্রার্থীদের জন্য মেইল আইডি: sbmumbairecruitment@gmail.com
-
রায়বরেলির প্রার্থীদের জন্য মেইল আইডি: sbraebarelirecruitment@gmail.com
নির্বাচন পদ্ধতি:
স্নাতকোত্তর লেভেলের প্রশ্ন হবে |২ ঘন্টার লিখিত পরীক্ষা হবে | প্রার্থীর অভিজ্ঞতা এবং লিখিত পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে | নির্বাচিত প্রার্থীদের এই ওয়েবসাইটে লিখিত পরীক্ষার সময়, তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে |
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:
http://indianspices.com/sites/default/files/Appd%20detailed%20advertisement.pdf
নিবন্ধ: রায়না ঘোষ