আবারও চোখ রাঙাচ্ছে করোনা। তাহলে কী বেজে গেছে চতুর্থ ঢেউ এর ঘণ্টা বেজে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে একটু অসচেতনতার হলেই আবারও দাপট চালাতে শুরু করবে করোনা। এদিকে আস্তে আস্তে বাড়ছে করোনা সংক্রমনের গ্রাফ। চিন থেকে শুরু করে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন কোনায় দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। এবারের করোনার যে প্রজাতিটি এসে দাপট চালাচ্ছে সেটি হল ওমিক্রের উপপ্রজাতি বিএ.২। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই নয়া প্রজাতির ছড়িয়ে পড়ার শক্তি অনেক বেশি।
ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে দেওয়া হয়েছে সতর্ক বার্তা। জনগনের এতটা অসতর্কতা দেখে অবাক হচ্ছেন বিশেষজ্ঞরা। এই অসতর্কতায় নিয়ে আসবে চতুর্থ ঢেউ। ইতিমধ্যেই দিল্লিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। বাইরে বেরোলে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে এমনই নিয়ম করা হয়েছে রাজধানীর বুকে। এদিকে কর্ণাটকেও বেড়ে চলছে করোনার গ্রাফ। এখানেও বাধ্যতামূলক মাস্ক। রাস্তায় থুতু ফেলা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। জারি করা হয়েছে সরকারের নির্দেশিকা।
সরকারের নতুন নির্দেশে বলা হয়েছে যে রাজ্যে মাস্কিং এবং সামাজিক গতিশীলতা বাধ্যতামূলক, যেমন করোনা প্রতিরোধে রাজ্য কোভিড -১৯ প্রযুক্তিগত উপদেষ্টা কমিটির সুপারিশ করা হয়েছে। করোনার চতুর্থ তরঙ্গের পরিপ্রেক্ষিতে, জাতীয় রাজধানী দিল্লি সহ কয়েকটি রাজ্য ইতিমধ্যে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।
আরও পড়ুনঃ তাপপ্রবাহের সতর্কতা বঙ্গে! স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
একদিকে অত্যাধিক গরমে সকলের জীবন ওষ্ঠাগত। অন্যদিকে করোনার চোখ রাঙ্গানি। তাই এইসময় শরীরের বিশেষ যত্ন নিতে হবে। করোনার নতুন প্রজাতির রয়েছে বিশেষ কিছু উপসর্গ। সেগুলি হল
-
পেশিতে ব্যথা
-
কাশি
-
শ্বাসকষ্ট
-
ক্লান্তি
-
জ্বর
-
গলা ব্যথা
-
বমি, বমি বমি ভাব
-
ডায়ারিয়া
-
স্বাদ, গন্ধ না থাকা
-
মাথা ব্যথা
-
নাক বন্ধ
আরও পড়ুনঃ আগামি ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা করল মৎস দপ্তর