উত্তর ভারতের অনেক রাজ্যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতরের (আইএমডি) ওয়েবসাইট অনুযায়ী, বৃহস্পতিবার, শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৃষ্টিতে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার একেবারেই দরকার নেই, উল্টো এই বৃষ্টিতে ফসলের অনেক লাভ হবে।
বৃষ্টি হলে ফসলের লাভ হবে
এ সময় মাঠে রবি ফসলের প্রস্তুতি চলছে। এ সময়ের বৃষ্টি গমের জন্য আশীর্বাদ হতে পারে। আসলে এই সময়ে গমে সেচের প্রয়োজন হয়। এমতাবস্থায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যেমন কৃষকদের এ সমস্যা থেকে মুক্তি দেবে তেমনি এই বৃষ্টির জল গমে সার হিসেবে কাজ করবে। ফলে ফসলের বৃদ্ধি ভালো হবে। সীতাপুরের বাসিন্দা রাহুল সিং বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে গম, ছোলা, মটর, সরিষা সহ সব ফসলই উপকৃত হবে।
আরও পড়ুনঃ আপাতত বিদায় শীতের! ভারী বৃষ্টিপাতের সম্মুখীন বাংলা, কি বলছে হাওয়া অফিস?
বৃষ্টিতে খুশি রাজস্থানের কৃষকরা
অন্যদিকে রাজস্থানের অনেক এলাকায়ও বৃষ্টি শুরু হয়েছে। কৃষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ভালো বৃষ্টির কারণে কৃষকদের এবার কূপ ও অন্যান্য উপায়ে জল দিয়ে সেচ দিতে হবে না। রাজ্যে একের পর এক দুটি পশ্চিমী ধকল সক্রিয় হবে। যার কারণে রাজ্যের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও এর প্রভাব দেখা যাবে।
আরও পড়ুনঃ শীতের ছুটি? বঙ্গে শীতের মেয়াদ আর কতদিন? কি বলছে আবহাওয়া অফিস?