অকালবর্ষণ! বোরো ধানে ব্যাপক ক্ষতি চাষিদের, কি পদক্ষেপ নেবে সরকার?

বঙ্গে এখন বোরো ধানের মরশুম। ফেব্রুয়ারি মাসে চারা রোপণ করে লাভের আশায় দিন গুনছিলেন চাষিরা।

Rupali Das
Rupali Das
অকালবর্ষণ! বোরো ধানে ব্যাপক ক্ষতি চাষিদের, কি পদক্ষেপ নেবে সরকার?

বঙ্গে এখন বোরো ধানের মরশুম। ফেব্রুয়ারি মাসে চারা রোপণ করে লাভের আশায় দিন গুনছিলেন চাষিরা। কিন্তু তাঁদের কপালে এবছর সুখ লেখেননি ভগবান। আবহাওয়ার খামখেয়ালিপনায় অতিষ্ঠ কৃষক মহল। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ধানের ক্ষেত ডুবেছে বৃষ্টির জলে।

বঙ্গের প্রায় বেশিরভাগ এলাকাতেই কয়েকদিন ধরে হচ্ছে তুমুল বৃষ্টিপাত। সঙ্গে দোসর ঝড়। ঝড়ের কারণে পড়ে যাচ্ছে ধান। বোরো ধান চাষে বেশি জলের প্রয়োজন হয়না। তাই  এই অকাল বর্ষণে কৃষকদের মাথায় হাত। বর্তমানে এই ঝড় বৃষ্টির চোখ রাঙ্গানি সবচেয়ে বেশি হুগলি জেলায়। এই জেলার আরামবাগ মহকুমায় বেশি পরিমাণে বোরো ধান চাষ হয়। কিন্তু এখানে প্রতিদিনই প্রায় লেগেই রয়েছে ঝড় বৃষ্টি।

আরও পড়ুনঃ  লক্ষ টাকা উপার্জন! ময়নাগুড়ির ড্রাগন চাষী অজিত সরকার

এই আবহাওয়ার মেজাজের ফলে কঠিন মাশুল গুনতে হবে কৃষকদের। এমনটাই আশা করছেন আরামবাগ মহকুমার কৃষকরা। তাঁদের মতে বোরো ধানে যে লাভের আশা তারা করেছিলেন তার সিকিভাগও উঠবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই বৃষ্টির ফলে ধানের যে উৎপাদন হবে তাতে খরচের টাকাও উঠবে কি না সেই নিয়ে চিন্তার ভাঁজ কৃষক মহলে। সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্ত্যব্য করা হয়নি। তবে বাংলা শস্য বিমার অধীনে ইতিমধ্যেই ৩৪৫ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  যুব উদ্যোক্তা হিসেবে মৎস্য ক্ষেত্রে সুযোগ ও সম্ভাবনা বিষয়ক অভিনব কর্মশালা

প্রসঙ্গত, এই বছর আলু চাষের ক্ষেত্রেও ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন কৃষকরা। আলুর ধাক্কা সামলে না উঠতে উঠতেই বোরো ধানের সমস্যা কৃষকদের সামনে। বোরো ধানের রোপণের আগেই আলু তোলা হয়েছিল। কিন্তু এই আলু হিমঘরে রাখা এবং আলুর বাজারমুল্য নিয়েও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে কৃষকদের।

আরও পড়ুনঃ  এবার চালক ছাড়ায় চলবে ট্রাক্টর! আসছে রিমোট চালিত প্রযুক্তি

Published On: 07 April 2023, 11:55 AM English Summary: Untimely rain! Boro rice farmers, what steps will be taken by the government?

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters