Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 28 December, 2021 12:29 PM IST

শীতের বাজারেও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। প্রচুর সবজি সস্তায় পাওয়া গেলেও বুড়ো আঙুল দেখাচ্ছে লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢ্যাঁড়শ এবং পটল। কিছুদিন আগে দামের খাতায় সেঞ্চুরি হাঁকিয়েছিল ঢ্যাঁড়শ। এবার সেই কাটাও পার করল এই সবজি। আর দাম উতরাই এর পথে ঢ্যাঁড়শের সঙ্গি এবার পটল। পাশাপাশি দর বাড়াচ্ছে পেঁয়াজকলি। তবে তার সঙ্গে সস্তার তালিকায় রয়েছে বহু সবজি। শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, সিম, পালং শাক, পেঁপে, ইত্যাদি সবজি রয়েছে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে। আর তাতেই খানিকটা স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ কমতে চলেছে ডিম ও মাংসের দাম! মজুদদারি নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, জেনে নিন

আলু এবং পেঁয়াজের দামও রয়েছে হাতের নাগালের মধ্যেই। আসুন জেনে নেওয়া যাক আজ সবজির বাজারে কোন সবজির কত দর। আজ পাইকারি বাজারে পেঁয়াজ ২৭ থেকে ৩০ টাকা, কাঁচা লঙ্কা  ৩৫ টাকা থেকে ৪৫ টাকা কেজি, সীম ৩৫ টাকা থেকে ৪৫ টাকা কেজি। এদিকে পালং ২২ থেকে ৩০ টাকার মধ্যে। ফুলকপি বাঁধাকপি ১৫ থেকে ২০  টাকার মধ্যেই প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে। পাশাপাশি সবচেয়ে বেশি দর হাঁকাচ্ছে ঢ্যাঁড়শ। প্রতি কেজিতে ৮০ থেকে ৮৫ টাকা। আর আলু মিলছে কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা কেজি দরে।

আরও পড়ুনঃ  ওমিক্রন: রাজ্য জারি নয়া কোভিড বিধি , রাজধানিতে নাইট কার্ফু

পাইকারি বাজারে কিছু সবজির দাম আগুন হওয়ার জন্য খুচরো বাজারেও সবজির দাম নাগালের বাইরে। ঢ্যাঁড়শ প্রতি কেজিতে ১১০ টাকা। পটল প্রতি কেজিতে  ৮০ টাকা, পালং শাক ১৫ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস। এবার চোখ রাখা যাক আমিষি বাজারে। আজ বাজারে মাংসের দাম। চিকেন ১৭০ থেকে ১৯০ টাকা কেজি। মটন প্রতি কেজিতে ৬৫০ থেকে ৬৯০ টাকা। পাশাপাশি রুই মাছ মিলছে ১৭০ থেকে ১৯০ টাকা কেজি দরে। অপরদিকে কাতলা মিলছে ৪০০ থেকে ৬০০ টাকা প্রতি কেজিতে।  

English Summary: Vegetable prices on fire in the winter market! Ladies finger crossed the boundaries of the century
Published on: 28 December 2021, 12:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)