এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 9 December, 2020 1:13 PM IST
Job for 2020

সম্প্রতি রাজ্যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে কোন জেলা থেকে প্রার্থী আবেদন করতে পারবে।

শূন্যপদের বিবরণ –

মোট শূন্য আসন ৫০টি। ২৫টি অসংরক্ষিত এবং ২৫ টি সংরক্ষিত ।

শিক্ষাগত যোগ্যতা 

  • প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, MBA/PGDM অথবা AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফাইন্যান্সের উপরে সম মানের রেগুলার কোর্সে ডিগ্রী করা থাকলেও প্রার্থীরা আবেদনের যোগ্য।

আবেদনের বয়সসীমা-

আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য বয়সের ক্ষেত্রে রয়েছে ছাড়।

আবেদন ফি –

এই পরীক্ষায় আবেদন ফি বাবদ মূল্য ধার্য করা হয়েছে সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ২১০ টাকা। বিশেষ শ্রেণী SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে এই ফি শূন্য।

আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি 

আগ্রহী প্রার্থীদের ১৫ ই ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বর, ২০২০ মধ্যে অনলাইনে আবেদন করতে হবে প্রদত্ত ওয়েবসাইট-এর মাধ্যমে https://wbpsc.gov.in/  এবং http://pscwbapplication.in/  । অনলাইনে চালান জেনারেট করা যাবে ৩০ শে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি –

১) নিয়োগের জন্য প্রিলিমিনারি এবং মেইন পরস্পর দুটি লিখিত পরীক্ষা হবে।

২) লিখিত পরীক্ষায় পাশ করলে পরবর্তী টেস্টের জন্য ডাকা হবে যোগ্য প্রার্থীদের।

Image source - Google

Related link - IFFCO, ২০২০ রিক্রুটমেন্ট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, এই পদ্ধতিতে আবেদন করুন

English Summary: WBPSC Recruitment 2020: know the application procedure
Published on: 09 December 2020, 01:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)