রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 31 October, 2019 3:49 PM IST

বর্তমানে আমরা সকলেই বাজারে যে পলিপ্রোপিলিন (প্লাস্টিক) ব্যাগ রয়েছে, তার বিকল্প খুঁজতে অগ্রসর হয়েছি। ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল (আইসিএআর) হল ভারত সরকারের কৃষি গবেষণা ও শিক্ষা দফতরের (ডিএআরই) অধিদফতরের সর্বাধিক শীর্ষ সংস্থা। আইসিএআর এর সদর দফতর নয়া দিল্লীতে রয়েছে। এই কাউন্সিল সমগ্র দেশে কৃষিক্ষেত্রে গবেষণা ও দুর্দান্ত শিক্ষার ব্যবস্থা পরিচালনা করে। এটি প্রান্তিক অঞ্চলগুলিতে বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ ঘটাতে নিযুক্ত এবং এখানকার বিজ্ঞানীরা তাদের নিজস্ব ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

টুইটার প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিএআর আন্দামান নিকোবরের স্থানীয় ম্যাকারাঙ্গা নিকোবারিকার জায়ান্ট লিফ-কে স্বীকৃতি প্রদান করেছে প্লাস্টিকের বিকল্প ব্যবহারক রূপে। এটি প্লাস্টিকের খাবারের মোড়ক এবং প্লেটের বিকল্প রূপে ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকের প্যাকেজিংয়ের সেরা বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে, কেরালার গবেষকরা এই উদ্ভিদটির প্রশংসা করেছেন। এটিকে মালয়ালমে ‘ভাতায়িলানামে ডাকা হয়

ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস (এনবিপিজিআর) -এর অধীনে এই উদ্ভিদের একটি নমুনা ভেলানিক্কার ক্যাম্পাসে বর্তমানে প্রতিপালন করা হচ্ছে

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: Alternative -to- Plastics- Giant- Leaf -of -Macaranga -Nicobarica
Published on: 31 October 2019, 03:49 IST