এই প্রথম IIT কানপুর থেকে একটি ড্রোন চালিত চায়ের ফ্ল্যাক্সকে পরীক্ষামূলক ভাবে সফল ভাবে ওড়ানো হলো, এর প্রধান উদ্দেশ্য হলো, ভবিষ্যতে যাতে সফল ভাবে আকাশপথে মানুষের দোরে দোরে চা পৌঁছে দেওয়া যায় সেই জন্য লক্ষ্ণৌয়ে দু লিটার চা নিয়ে Tech Eagle-এর প্রযুক্তিতে তৈরী ড্রোনকে পরীক্ষামূলকভাবে উড়ানো হলো। এই ড্রোন প্রধানত ব্যাটারি দ্বারা পরিচালিত ও GPS প্রযুক্তি নির্ভর করে তৈরী করা হয়েছে। এই পরীক্ষামূলক উড়ানের জন্য Tech Eagle এর সাথে লক্ষ্ণৌ এর একটি খাদ্য সরবরাহকারী সংস্থা হাত মিলিয়েছে। IIT কানপুর গ্র্যাজুয়েট বিক্রম সিং মীনা জানিয়েছেন যে Tech Eagle হলো বিশ্বের প্রথম প্রযুক্তি যারা ড্রোন পরিচালিত চা সরবরাহ করলো। এই প্রযুক্তির সঙ্গে পরবর্তীকালে Zomato, Swiggy ও Food Panda ইত্যাদি সরবরাহকারীদেরও নিযুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
- প্রদীপ পাল