করোনা ভাইরাসের (Coronavirus) আক্রমণ এবং লকডাউন, এই দুই পরিস্থিতিতে জেরবার জনজীবন৷ তার সঙ্গে কখনও প্রাকৃতিক বিপর্যয় তো কখনও পঙ্গপালের হানা৷ সব মিলিয়ে চলতি বছরে উপার্জন নিয়ে কপালে ভাঁজ পড়েছে আমজনতার৷ অর্থনৈতিক পরিস্থিতি ধাক্কা খাওয়ায় চাকরিও হারিয়েছেন অনেকে৷ আর এই কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে শুরু করা যেতে পারে নিজস্ব ব্যবসা৷
ইতিমধ্যেই স্বল্প বিনিয়োগে (Low Investment Business) বিভিন্ন ব্যবসা করার উপায় তুলে ধরা হয়েছে৷ আর এবার জেনে নিন পেপার প্লেটের ব্যবসা আপনাকে কীভাবে লাভের মুখ দেখাতে পারে৷ এই ব্যবসা কীভাবে উপার্জনের নতুন পথ খুলে দিতে পারে সেই বিষয়েই এই প্রতিবেদনে তুলে ধরা হল৷ সঠিকভাবে এই পেপার প্লেট ব্যবসা করতে পারলে মাসিক উপার্জনের সম্ভাবনা ভালোই রয়েছে৷ কারণ, অনুষ্ঠান বাড়ি হোক বা পুজোর ভোগ বিতরণ, সবক্ষেত্রে এই পেপার প্লেট (Paper Plate) ব্যবহার করা হয় প্রভূত পরিমাণে৷ দেশের বিভিন্ন প্রান্তে এটি ব্যবহার করা হয়৷
এর চাহিদার পিছনে কারণ হিসেবে রয়েছে সময় এবং পরিশ্রমের সাশ্রয়৷ খাওয়া-দাওয়াতে এই ধরণের কাগজের থালা-বাটি-গ্লাস ব্যবহারে তা সহজেই ফেলে দেওয়া যায়, এবং ধুয়ে রাখার প্রয়োজন হয় না৷ ফলত পরিশ্রম অনেকটাই কমে যায়৷ পাশাপাশি এটি প্লাস্টিক নয়, পেপার (বা শাল পাতার থালা) থেকে এটি তৈরি হওয়ায় এর থেকে দূষণের সম্ভাবনাও থাকে না৷ তাই এই ধরণের একটি ব্যবসার (Paper Plate Business) সঙ্গে নিজেকে যুক্ত করার পরিকল্পনা করতেই পারেন৷
পুঁজি কম থাকলে ছোট স্তরে এই ব্যবসা শুরু করতে পারেন৷ মোটামুটি ৩০ হাজার টাকার মধ্যে মেশিনের মাধ্যমে করতে পারবেন৷ বড় স্তরে করতে চাইলে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে আরও ১০-১৫ হাজার টাকা বেশি লাগতে পারে৷ তবে মেশিন কেনার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে দেখে কিনবেন৷
তবে শুধু পেপার প্লেট (Paper Plate Business) তৈরিই নয়, এর মার্কেটিং-ও ঠিক করে করতে হবে৷ এটি একটি লাভজনক ব্যবসা তখনই হবে যখন এর মার্কেটিং-ও ঠিকভাবে করতে পারবেন৷
তাই বাজারে পেপার প্লেট কী দামে বিক্রি হচ্ছে, আপনার পেপার প্লেটের গুনমান অনুযায়ী আপনি কতটা দাম রাখতে পারছেন, এসবের ওপরে উপার্জন-মুনাফা নির্ভর করছে৷ তাই বাজারে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে এই ব্যবসা প্রাথমিক স্তরে শুরু করার পরিকল্পনা করতে পারেন৷
আরও পড়ুন- এই ব্যবসাগুলি বাড়িতে বসেই সম্ভব (Business Ideas), খুলে দেবে উপার্জনের পথ
বাড়িতে বসেই মোমবাতি তৈরির ব্যবসায় (Candle Making Business) হয়ে উঠুন স্বনির্ভর
পুঁজি খুব কম? বাড়িতে বসেই এই ব্যবসাগুলি (Business Ideas) করতে পারেন