এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 15 August, 2021 11:43 PM IST
Paper Plate (Image Credit - Google)

লকডাউনের কারণে বিগত কয়েক মাস ধরে প্রায় সব ক্ষেত্রেই আর্থিক মন্দা দেখা দিয়েছে৷ অনেকে চাকরি হারিয়েছেন, অনেকের ব্যবসা বন্ধ হয়েছে৷ কিন্তু থেমে গেলে চলবে না৷ এমতাবস্থায় ফের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতেই হবে৷ একটা প্রচেষ্টা ব্যর্থ হলে মন শক্ত করে পরবর্তী বিকল্পের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে৷ তবে সেক্ষেত্রে কিছু পরিকল্পনা করে এগোনো ভালো৷ এসময় এমন ব্যবসা শুরু করতে পারেন যা আপনাকে আত্মনির্ভর হতে শেখাবে৷ এমন ব্যবসা যার চাহিদা বা কদর গ্রাম থেকে শহর সর্বত্র রয়েছে৷ আর সেই তালিকার মধ্যে রয়েছে পেপার প্লেটের ব্যবসা।

ইতিমধ্যেই স্বল্প বিনিয়োগে (Low Investment Business) বিভিন্ন ব্যবসা করার উপায় তুলে ধরা হয়েছে৷ আর এবার জেনে নিন পেপার প্লেটের ব্যবসা আপনাকে কীভাবে লাভের মুখ দেখাতে পারে৷ এই ব্যবসা কীভাবে উপার্জনের নতুন পথ খুলে দিতে পারে সেই বিষয়েই এই প্রতিবেদনে তুলে ধরা হল৷

সঠিকভাবে এই পেপার প্লেট ব্যবসা করতে পারলে মাসিক উপার্জনের সম্ভাবনা ভালোই রয়েছে৷ কারণ, অনুষ্ঠান বাড়ি হোক বা পুজোর ভোগ বিতরণ, সবক্ষেত্রে এই পেপার প্লেট (Paper Plate) ব্যবহার করা হয় প্রভূত পরিমাণে৷ দেশের বিভিন্ন প্রান্তে এটি ব্যবহার করা হয়৷

এর চাহিদার পিছনে কারণ হিসেবে রয়েছে সময় এবং পরিশ্রমের সাশ্রয়৷ খাওয়া-দাওয়াতে এই ধরণের কাগজের থালা-বাটি-গ্লাস ব্যবহারে তা সহজেই ফেলে দেওয়া যায়, এবং ধুয়ে রাখার প্রয়োজন হয় না৷ ফলত পরিশ্রম অনেকটাই কমে যায়৷ 

পাশাপাশি এটি প্লাস্টিক নয়, পেপার (বা শাল পাতার থালা) থেকে এটি তৈরি হওয়ায় এর থেকে দূষণের সম্ভাবনাও থাকে না৷ তাই এই ধরণের একটি ব্যবসার (Paper Plate Business) সঙ্গে নিজেকে যুক্ত করার পরিকল্পনা করতেই পারেন৷

পুঁজি কম থাকলে ছোট স্তরে এই ব্যবসা শুরু করতে পারেন৷ মোটামুটি ৩০ হাজার টাকার মধ্যে মেশিনের মাধ্যমে করতে পারবেন৷ বড় স্তরে করতে চাইলে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে আরও ১০-১৫ হাজার টাকা বেশি লাগতে পারে৷ তবে মেশিন কেনার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে দেখে কিনবেন৷

তবে শুধু পেপার প্লেট (Paper Plate Business) তৈরিই নয়, এর মার্কেটিং-ও ঠিক করে করতে হবে৷ এটি একটি লাভজনক ব্যবসা তখনই হবে যখন এর মার্কেটিং-ও ঠিকভাবে করতে পারবেন৷

আরও পড়ুন - Small Business - ঘরে বসে স্বল্প পুঁজিতে ব্যবসা করে বাড়িয়ে তুলুন নিজের উপার্জন

মনে রাখবেন, বাজারে পেপার প্লেট কী দামে বিক্রি হচ্ছে, আপনার পেপার প্লেটের গুনমান অনুযায়ী আপনি কতটা দাম রাখতে পারছেন, এসবের ওপরে উপার্জন-মুনাফা নির্ভর করছে৷

তাই বাজারে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়ে এই ব্যবসা প্রাথমিক স্তরে শুরু করার পরিকল্পনা করতে পারেন৷ প্রাথমিক অবস্থায় সমস্ত বিষয় বুঝে নিয়ে ধীরে ধীরে এই ব্যবসা বাড়িয়ে তুলতে পারেন। আর বর্তমান পরিস্থিতিতে ব্যবসা ক্ষুদ্র আকারে শুরু করলেও এই জিনিসটির চাহিদা ভালো থাকায় এর থেকে ভবিষ্যতে উপার্জন বেশ ভালোই হবে, একথা বলাই বাহুল্য।

আরও পড়ুন - Small Business – টি ব্যাগের ব্যবসা করে আয় করুন প্রচুর অর্থ

English Summary: Earn more from this business by investing less money, start your own business
Published on: 14 August 2021, 11:53 IST