ভারতে সর্বপ্রথম মুরগীর ডিম থেকে তৈরী এগ-হোয়াইট কিউব বাজারে নিয়ে এল এস কে এম এগ্ প্রোডাক্ট এক্সপার্ট। বিভিন্ন রকম খাবারে এই এগ-হোয়াইটে কিউব ব্যবহার করা যায়।সহজেই এই ‘বেস্ট’ আপনি খেতে পারবেন উনুন ব্যবহার ছাড়াই। ‘বেস্ট’ নামে এই এগ-হোয়াইট কিউব ভারতের বাজারে SKM-ই প্রথম নিয়ে এল।
একটি ১০০ গ্রাম এগ হোয়াইট কিউবে ১৪ গ্রাম সাধারণ ডিমের সাদা প্রোটিন থাকে। অনলাইন ও খোলা বাজারে এই এগ-হোয়াইট কিউব পাওয়া যাচ্ছে। ৫০ টাকায় ১০০ গ্রাম, ১০০ তাকায় ২০০ গ্রাম, ২৪০ টাকায় ৫০০ গ্রামের কিউব পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে কেরালা, তামিলনাড়ুতে ‘বেস্ট’ পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সারা ভারতে ‘বেস্ট’ পাওয়া যাবে। SKM প্রতিদিন ১.৮ মিলিয়ন ডিম উৎপন্ন করে তাদের ইউ সংশিত কারখানায় ও ২৭টি দেশে তার রপ্তানী করে।
- তন্ময় কর্মকার