এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 4 July, 2020 9:25 PM IST

প্যানডেমিক পিরিয়ডে, লকডাউনে অনেকেই চাকরি হারিয়েছেন বা ছেড়েছেন৷ কিন্তু এমতাবস্থায় হতাশ হলে চলবে না৷ পুঁজি কম যাদের তারা কী কী ব্যবসা প্রাথমিক স্তরে শুরু করতে পারবেন তারই ধারণা দেওয়া হল এই প্রতিবেদনে৷ মহিলা-পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্করাই এই ব্যবসা দিয়ে উপার্জন (Profitable Business) করতে পারেন৷ মোটামুটি ২০ হাজার টাকার মধ্যে পুঁজি থাকলে খাম তৈরির ব্যবসা করার কথা পরিকল্পনা করতে পারেন৷

বর্তমান সময়ে আর্থিক অনটনের থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছেন বহু মানুষ৷ আর এক্ষেত্রে তাঁরা বেছে নিয়েছেন ব্যবসার পথ৷ আত্মনির্ভর হওয়ার পাশাপাশি নিজস্ব কিছু করার ওপরেই জোর দিচ্ছেন অনেকে৷ আর তা নিজেদের পুঁজি অনুযায়ী শুরু করছেন৷ যাঁর বিনিয়োগের ক্ষমতা বেশি তিনি বড় স্তরে ব্যবসা শুরু করছেন এবং যাঁর বিনিয়োগ ক্ষমতা কম এবং ব্যবসা সংক্রান্ত ধারণাও কম তাঁরা প্রাথমিকভাবে ছোট স্তরেই (Low Investment Business) ব্যবসাতে হাত লাগাচ্ছেন৷

অনেকেই ভাবতে পারেন বর্তমানে অনলাইনে যেখানে সমস্ত তথ্য আদান প্রদান করা সম্ভব সেখানে খামের প্রয়োজনীয়তা কোথায়৷ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, সরকারি-বেসরকারি বহু অফিস, স্কলু-কলেজ, আদালত এমনই বিভিন্ন স্থানে আজও খামের প্রচলন রয়েছে৷ দূরে কোথাও কোনও ক্যুরিয়র করার ক্ষেত্রেও খামের প্রয়োজন অনস্বীকার্য৷ তাই এই প্রতিবেদনে এই খাম তৈরির ব্যবসা (Envelope Making Business) নিয়েই তুলে ধরা হবে৷

প্রথমেই আপনাকে একটি স্থান নির্বাচন করে নিতে হবে যেখানে আপনি এই খাম তৈরির কাজ করবেন৷ একটি কাটার মেশিন এবং একজন কর্মচারী প্রয়োজন হতে পারে এক্ষেত্রে৷ আপনি খাম তৈরির প্রয়োজনীয় কাঁচামাল, যেমন কাগজ এবং আঠা বাজার থেকে কিনে নিতে পারেন৷ আঠা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন৷ জিনিসপত্র আদানপ্রদানের জন্য নিজস্ব সাইকেল থাকলে কাজে সুবিধা হবে এবং অনেক সাশ্রয়ও হবে৷

সঠিকভাবে করতে পারলে এই ব্যবসা ক্ষতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷ বাজারের চাহিদা অনুযায়ী করতে পারলে, বা কোনও প্রতিষ্ঠান বা বড় দোকানের সঙ্গে চুক্তি করতে পারলে আপনার মাসিক উপার্জন (Monthly Income) নিশ্চিত হতে পারে৷ আপনি কত খাম তৈরি করে বিক্রি করতে পারছেন তার ওপর এই অঙ্ক অনেকটাই নির্ভর করছে৷

আপনি চাইলে পার্ট-টাইমে এই ব্যবসা করতে পারেন অথবা ফুল-টাইমও করতে পারেন৷ গ্রিটিংস কার্ডের জন্য খাম, বা ক্যুরিয়রের জন্য প্রয়োজনীয় খাম, অথবা অফিস বা অনুষ্ঠানের জন্য, প্রত্যেকটি ক্ষেত্রেই বিভিন্ন ধরণের, বিভিন্ন কাগজে তৈরি করা হয় খাম৷ তাই সেই অনুযায়ী কাগজ কিনতে হবে৷ চাইলে ডিজাইনার খামও তৈরি করতে পারেন৷ এভাবে বাড়িতে বসেই কম পুঁজিতে আপনি আপনার নিজস্ব ব্যবসা (Low Investment Business) শুরু করে দিতে পারবেন৷

 

আরও পড়ুন- ধূপকাঠির ব্যবসায় (Incense Sticks Business) খুব সহজেই উপার্জন করুন, হয়ে উঠুন আত্মনির্ভর

বাড়িতে বসেই এই ব্যবসা (Broom Making Business) শুরু করুন, মাসের শেষে প্রচুর উপার্জনের সুযোগ

English Summary: Envelope making business will help you to earn more
Published on: 04 July 2020, 02:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)