এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 30 May, 2018 6:18 AM IST

 

সম্প্রতি নাসা তাদের হাবল স্পেস টেলিস্কোপে ৯০০ কোটি আলোকবর্ষ দূরে একটি তারার খোঁজ পায়। এখনও পর্যন্ত আবিষ্কৃত এই নীলচে তারাটি পৃথিবী থেকে সবচেয়ে দুরের তারা। নাম রাখা হয় ইকারাস। একটি প্যাঁচানো ছায়াপথে তারাটি নিঃসঙ্গ। জানা জাচ্ছে যে সেখান থেকে নাকি পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৯০০ কোটি বছর। বিজ্ঞানীদের মতে এর আগে যে তারার অবস্থান কে দুরতম বলে মনে করা হত তার থেকে ইকারাস নাকি ১০০ গুন দূরে। হাবল স্পেস টেলিস্কোপের অসামান্য দৃষ্টিশক্তির কারনে এই তারাটি স্পষ্ট ধরা পড়েছে। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণের আয়ত্তে অথচ ভাসমান প্রথম এবং একমাত্র দূরবীক্ষণ যন্ত্র এই হাবল স্পেস টেলিস্কোপ। বিজ্ঞানীদের মতে ব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ১৩৭০ কোটি বছর আগে সেই তুলনায় আবিষ্কৃত এই তারাটি ব্রহ্মাণ্ডের বয়সের তিন চতুর্থাংশ সময় আগেকার। ৯০০ কোটি বছর আগে আলো পাঠায় ইকারাস নামক এই নক্ষত্রটি, তাই মহাবিশ্বে এখনও সেটি টিকে আছে কিনা তার অবশ্য প্রমাণ নেই কারর কাছে।

- জয়তী দে

English Summary: icarus
Published on: 26 May 2018, 04:42 IST