Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 25 July, 2020 12:29 PM IST

এই গরমে লেবুর শরবত আমাদের প্রান জুড়িয়ে দেয়, সেই সঙ্গে আশীর্বাদপুষ্ট এই ফলটি রূপচর্চায় কাজেও এগিয়ে আছে সবার চেয়ে।

১. চুলের পরিচর্যায় –

লেবুর রস চুলে দারুন লাইটেনার হিসাবে কাজ করে। এছাড়া এটি মাথার খুশকি দূর করে দেয় নিমেষের মধ্যে। নারকোল তেলের সাথে লেবুর রস মিশিয়ে মাথায় ঘন্টা দুয়েক রেখে দিয়ে শ্যাম্পু করে ফেললেই পাওয়া যায় খুশকিমুক্ত স্ক্যাল্প। এছাড়া লেবুর রস এমনিও চুলে লাগালে চুল অনেক ফুরফুরে ও শাইনি হয়।

২. মুখের পরিচর্যা -  

লেবু মারাত্মক ভালো ট্যান রিমুভার, রোদে পোড়া ত্বকের কালচে ভাব দূর করতে লেবুর জুড়ি মেলা ভার। পরিমাণমতো বেসন ও  মধুর সাথে পরিমাণমতো লেবুর রস মিশিয়ে ট্যান পড়া জায়গায় লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা ম্যাসাজ করে খুয়ে ফেললেই পাওয়া যাবে ট্যান-ফ্রি ত্বক।

৩. ঠোঁটের যত্নে –

শীতে শুষ্ক ঠোঁটে চামড়া ওঠে, এমত অবস্থায় ঠোঁটে গ্লিসারিনের সাথে লেবুর রস মিশিয়ে লাগিয়ে ঘুমিয়ে পড়লে, পরদিন পাওয়া যায় কোমল ও মসৃণ ঠোঁট।

- Sushmita Kundu

English Summary: lemon
Published on: 07 July 2018, 03:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)