ইদানিংকালে কোলকাতা শহরে বজ্রপাতের প্রবলতা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন শহরে মাত্রাতিরিক্ত দূষণের কারণে বাতাসে সাসপেনডেড পার্টিকল্স (SPM) এর মাত্রা অনেক বেড়ে গেছে। এর সাথে সাথে বাজ পড়ার সংখ্যাও বেড়ে গেছে। তাঁরা জানিয়েছেন যে এই বায়ু দূষণ (সাসপেনডেড পার্টিকল্স) ও বজ্রপাতের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক আছে। বজ্রপাত বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষের প্রাণ ও সম্পত্তি হানীর আশঙ্কা বৃদ্ধি পায়। তাই শহরবাসি ও প্রশাসনকে দূষণ নিয়ন্ত্রণে আরো সতর্ক হতে অনুরোধ করেছেন বিজ্ঞানীমহল।
বিদ্যুৎপৃষ্ট হওয়ার হাত থেকে বাঁচার উপায় –
- গাছ, ধাতব বস্তু, জল বা বিদ্যুতের সুপরিবাহি বস্তুর থেকে দূরে থাকুন।
- বাড়ির বাইরে থাকলে নিচের দিকে ঝুঁকে থাকুন , মাটিতে শুয়ে পড়বেন না।
- পায়ের গোড়ালি জুরে রাখুন।
- রুনা নাথ
English Summary: lightning
Published on: 27 June 2018, 01:17 IST