পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 11 June, 2020 4:03 PM IST

বাইক, মোটরসাইকেলের (Bike in Cheap Price) জনপ্রিয়তা ভারতে খুবই বেশি কিন্তু দেখতে গেলে গ্রামাঞ্চলে এর চাহিদা অত্যধিক৷ বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় বের হতে গেলে বাইক আশীর্বাদস্বরূপ বলাই যায়৷ আর সেই সঙ্গে কম দামেও বহু বাইক, মোটরসাইকেল সহজলভ্য, তাই গ্রামাঞ্চলে এর কদরও ভালোই৷

চলুন দেখে নেওয়া যাক, যারা বাইক কেনার পরিকল্পনায় রয়েছেন তাদের জন্য কম দামে বাজারে কোন কোন দু-চাকার বাহন রয়েছে৷ কম তেলে, বেশি মাইলেজ (Best Mileage) এবং সেই সঙ্গে কম টাকা খরচ, এই তিনটি সুবিধাই পাওয়া যেতে পারে নিম্নোক্ত বেশ কয়েকটি বাহনে৷ ৫০ হাজার টাকার মধ্যেই রয়েছে বেশ কয়েকটি নাম, বেছে নিন আপনি এর মধ্যে কোনটি চান৷

বাজাজ সিটি ১০০ কেএস

বাজাজ সিটি ১০০ কেএস এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম৷ শহর ছাড়া গ্রামেও এর জনপ্রিয়তা রয়েছে৷ সাধারণত এর মূল্য ৩২,০০০ টাকা থেকে শুরু হয়৷ দু চাকাতে আরামদায়ক লং ড্রাইভের পরিকল্পনা থাকলে এই বাজাজ সিটি ১০০ কেএস-এর ওপর ভরসা করতে পারেন৷

টিভিএস স্পোর্ট

টিভিএস স্পোর্ট বাইক তার সাস্পেনশন সিস্টেমের জন্য জনপ্রিয়৷ কোম্পানি আপনাকে এই ৩৯,০০০ টাকার বাইকে টেলিস্কোপিক হাইড্রোলিক ফোর্কস এবং ফাইভ স্টেজ অ্যাডজাস্টেবল রিয়ার সাস্পেনশন দেবে৷

বাজাজ প্ল্যাটিনা ইএস ১০০

বাজাজের এই জনপ্রিয় বাইক গ্রামেও সমানভাবে জনপ্রিয়৷ বর্ষাকাল হোক বা রাস্তার খারাপ হোক, যে কোনও পরিস্থিতিতেই এই বাইক তার সফর জারি রাখতে সক্ষম৷ এবং এটি বাজেটের মধ্যেও৷

হিরো এইচএফ ডিলাক্স আইবিএস আই৩এস

এইচএফ ডিলাক্স আইবিএস আই৩এস ১জজ কেএস কে অএন্ট্রি লেভেলের বাইক বলা হয়৷ এর মূল্য ৩৯,০০০ টাকা থেকে শুরু৷ এতে আইডল স্টার্ট স্টপ সিস্টেম দেওয়া হয়েছে, যার অর্থ এক স্থানে বেশিক্ষণ এটি দাঁড়িয়ে থাকলে নিজে থেকে বন্ধ হয়ে যাবে এবং গাড়ির তেল বাঁচাবে৷

এছাড়াও মোটরসাইকেলপ্রেমীদের জন্য খুশির খবর রয়েছে৷ হিরো কোম্পানি (Hero Company) প্রকাশ করেছে মোটরসাইকেল এবং স্কুটারের নয়া মডেলের দামের তালিকা৷ খুব শীঘ্রই মডেলগুলিও বাজারে আসবে বলে জানা যাচ্ছে৷ অত্যন্ত আকর্ষণীয় দামে একগুচ্ছ মডেলের দাম প্রকাশ করা হয়েছে৷ এছাড়া প্রচুর স্কুটারও নির্মাণ করেছে হিরো৷ আর এবার আগামী কয়েক মাসের মধ্যে হিরো আরও একঝাঁক নয়া মডেল বাজারে আনতে চলেছে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- সুখবর, এবার আকর্ষণীয় দামে হিরোর (Hero Company) নয়া মডেলের মোটরসাইকেল, স্কুটার

English Summary: List of best mileage bikes in low price
Published on: 11 June 2020, 04:03 IST