এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 9 July, 2020 5:25 PM IST

করোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন (Lockdown) শুরু হয় চলতি বছরে মার্চ মাসের শেষের দিকে৷ কয়েক মাস পরে রাজ্যের পরিস্থিতির ওপরে সিদ্ধান্তের ভার ছাড়া হয়৷ পশ্চিমবঙ্গে এই লকডাউন জুলাই মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এমতাবস্থায় শুধু রাজ্যে নয়, সমগ্র দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা লেগেছে৷ মানুষের দৈনন্দিন জীবন, রোজগার থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়৷

কিন্তু এতসবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন অনেকেই৷ অনেকে নিজস্ব কিছু করার জন্য মন দিয়েছেন ব্যবসায়৷ তবে কৃষিকাজের সঙ্গে যারা কিছুটা হলেও যুক্ত তারা বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে বসেও উপার্জনের কথা ভাবতে পারেন৷ বিকল্প হিসেবে কয়েকটি ব্যবসার (Business Ideas) কথা এই প্রতিবেদনে তুলে ধরা হল, যা আপনাকে উপার্জনের সুযোগ করে দেবে৷

অনলাইন ফল-সবজি বিক্রির ব্যবসা- এই ব্যবসা শুরু করার জন্য বেশি পুঁজির প্রয়োজন নেই৷ তবে এর জন্য জায়গা এবং বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে৷ আপনি সহজেই ফল-সবজি অনলাইনে বিক্রি করতে পারেন চাইলে৷ বর্তমানে বেশিরভাগ জিনিসপত্রই ডিজিটাল হয়ে গিয়েছে৷ আর স্মার্টযুগে স্মার্টলাইফে আপনি আপনার সবজি, ফল এসব কিছুও অনলাইনে বিক্রি করে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন এবং ভালো মূল্যও পাবেন৷

ডেয়ারি ফার্মিং ব্যবসা- বিশ্বে সর্বত্র এই ব্যবসা খুবই জনপ্রিয়৷ ব্যবসা করার পরিকল্পনা থাকলে এই বিকল্পের কথা ভাবতেই পারেন৷ এই ব্যবসাতে বেশি বিনিয়োগের প্রয়োজন (Low Investment Business) হয় না৷ এমন সহজলভ্য ডেয়ারি প্রোডাক্টের এই ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারলে লাভের মুখ দেখতে পারেন৷

মাশরুম চাষের ব্যবসা- মাশরুমের (Mushroom Business) সবসময়ই চাহিদা তুঙ্গে৷ আর তাই সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তে মাশরুমের চাষ হয়ে থাকে৷ এই ব্যবসাও কম সময়ে বেশি মুনাফা করার সুযোগ দেয়৷ তাই অনেকেই এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করে থাকেন৷

গার্ডেনিং- এটিও এক ধরণের লাভজনক ব্যবসা৷ যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে৷ এই গার্ডেনিং-এ (Gardening) বিভিন্ন ধরণের গাছ-ফল-ফুল করা হয় এবং তার নার্সারি থেকে বা অনলাইনে বিক্রি করে ভালো উপার্জন করা সম্ভব৷ তবে পরিচর্যাতে সময় দিতে হবে, না হলে গাছ-গাছালির ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ আপনি চাইলে অনলাইনেও গাছ বিক্রি করতে পারেন৷

এভাবেই ছোট ছোট ব্যবসায় স্বল্প পুঁজি বিনিয়োগে (Low Investment Business) আপনি উপার্জন করতে পারবেন৷ প্রাথমিকভাবে শুরু করতে হলে এগুলি ভালো বিকল্প, তবে ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে নিতে পারেন৷ সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে মুনাফাও পাওয়া যেতে পারে৷

আরও পড়ুন- পেপার প্লেটের ব্যবসা (Paper Plate Business) থেকে হতে পারে প্রচুর লাভ

স্বল্প পুঁজিতে ছোট স্তরের ব্যবসায়িক ধারণা (Low Investment Business Ideas), রয়েছে প্রচুর মুনাফার সুযোগ

কাপড় ধোওয়ার সাবানের ব্যবসায় (Soap Business) রয়েছে প্রচুর লাভের সুযোগ

English Summary: Low investment agricultural business ideas for you
Published on: 09 July 2020, 04:50 IST