করোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন (Lockdown) শুরু হয় চলতি বছরে মার্চ মাসের শেষের দিকে৷ কয়েক মাস পরে রাজ্যের পরিস্থিতির ওপরে সিদ্ধান্তের ভার ছাড়া হয়৷ পশ্চিমবঙ্গে এই লকডাউন জুলাই মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এমতাবস্থায় শুধু রাজ্যে নয়, সমগ্র দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা লেগেছে৷ মানুষের দৈনন্দিন জীবন, রোজগার থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়৷
কিন্তু এতসবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন অনেকেই৷ অনেকে নিজস্ব কিছু করার জন্য মন দিয়েছেন ব্যবসায়৷ তবে কৃষিকাজের সঙ্গে যারা কিছুটা হলেও যুক্ত তারা বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে বসেও উপার্জনের কথা ভাবতে পারেন৷ বিকল্প হিসেবে কয়েকটি ব্যবসার (Business Ideas) কথা এই প্রতিবেদনে তুলে ধরা হল, যা আপনাকে উপার্জনের সুযোগ করে দেবে৷
অনলাইন ফল-সবজি বিক্রির ব্যবসা- এই ব্যবসা শুরু করার জন্য বেশি পুঁজির প্রয়োজন নেই৷ তবে এর জন্য জায়গা এবং বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে৷ আপনি সহজেই ফল-সবজি অনলাইনে বিক্রি করতে পারেন চাইলে৷ বর্তমানে বেশিরভাগ জিনিসপত্রই ডিজিটাল হয়ে গিয়েছে৷ আর স্মার্টযুগে স্মার্টলাইফে আপনি আপনার সবজি, ফল এসব কিছুও অনলাইনে বিক্রি করে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন এবং ভালো মূল্যও পাবেন৷
ডেয়ারি ফার্মিং ব্যবসা- বিশ্বে সর্বত্র এই ব্যবসা খুবই জনপ্রিয়৷ ব্যবসা করার পরিকল্পনা থাকলে এই বিকল্পের কথা ভাবতেই পারেন৷ এই ব্যবসাতে বেশি বিনিয়োগের প্রয়োজন (Low Investment Business) হয় না৷ এমন সহজলভ্য ডেয়ারি প্রোডাক্টের এই ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারলে লাভের মুখ দেখতে পারেন৷
মাশরুম চাষের ব্যবসা- মাশরুমের (Mushroom Business) সবসময়ই চাহিদা তুঙ্গে৷ আর তাই সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তে মাশরুমের চাষ হয়ে থাকে৷ এই ব্যবসাও কম সময়ে বেশি মুনাফা করার সুযোগ দেয়৷ তাই অনেকেই এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করে থাকেন৷
গার্ডেনিং- এটিও এক ধরণের লাভজনক ব্যবসা৷ যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে৷ এই গার্ডেনিং-এ (Gardening) বিভিন্ন ধরণের গাছ-ফল-ফুল করা হয় এবং তার নার্সারি থেকে বা অনলাইনে বিক্রি করে ভালো উপার্জন করা সম্ভব৷ তবে পরিচর্যাতে সময় দিতে হবে, না হলে গাছ-গাছালির ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ আপনি চাইলে অনলাইনেও গাছ বিক্রি করতে পারেন৷
এভাবেই ছোট ছোট ব্যবসায় স্বল্প পুঁজি বিনিয়োগে (Low Investment Business) আপনি উপার্জন করতে পারবেন৷ প্রাথমিকভাবে শুরু করতে হলে এগুলি ভালো বিকল্প, তবে ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে নিতে পারেন৷ সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে মুনাফাও পাওয়া যেতে পারে৷
আরও পড়ুন- পেপার প্লেটের ব্যবসা (Paper Plate Business) থেকে হতে পারে প্রচুর লাভ
কাপড় ধোওয়ার সাবানের ব্যবসায় (Soap Business) রয়েছে প্রচুর লাভের সুযোগ