এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 8 July, 2020 6:35 PM IST

বর্তমান সময়ে অনেকেই ব্যবসার প্রতি আগ্রহ প্রকাশ করছেন৷ যার যেমন ক্ষমতা, অর্থাৎ পুঁজি যার যতটা সেই অনুযায়ী ব্যবসায় বিনিয়োগ করে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টায় অনেকেই৷ বর্তমানের কঠিন পরিস্থিতিতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ব্যবসাকেই হাতিয়ার করেছেন বহু মানুষ৷ কেউ ছোট স্তরে, তো কেউ বড় স্তরে এইসব ব্যবসা করছেন৷

একে করোনা ভাইরাসের আক্রমণ, লকডাউন, প্রাকৃতিক বিপর্যয়, এসবে একের পর এক ধাক্কা, যা আর্থিক পরিস্থিতিকে শোচনীয় করে তুলেছে৷ কিন্তু তারপরেও থেমে গেলে চলবে না, বর্তমান এবং ভবিষ্যতকে সুনিশ্চিত করতে উদ্যোগী হতে হবে৷

কিন্তু অনেকেই পুঁজি কম থাকায় ব্যবসা করার সাহস করেন না৷ জেনে রাখতে হবে যে কম পুঁজিরও বহু ব্যবসা রয়েছে, যা শুধু উপার্জনই নয়, সঠিকভাবে করতে পারলে মুনাফাও এনে দেবে৷ তেমনই একাধিক ব্যবসার বিষয়ে (Low Investment Business) এই প্রতিবেদনে তুলে ধরা হল৷ এই তালিকার মধ্যে যে ব্যবসা গুলি রয়েছে সেগুলি হল, সোলার ব্যবসা এবং গ্রসারি শপ৷

সোলার ব্যবসা (Solar Business)

সমগ্র বিশ্বে উত্তরোত্তর এই ব্যবসা বিস্তৃত হচ্ছে৷ সৌরশক্তিকে কাজে লাগিয়ে কত কিই না হচ্ছে৷ আর এই সোলার ব্যবসা বহু মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থাও করে দিচ্ছে৷ স্বল্প বিনিয়োগ করে এই সোলার বিজনেস-এ তিন ধরণের ব্যবসা করতে পারবেন৷ এগুলি হল, ডিলার, ডিস্ট্রিবিউটর এবং সোলার ইন্সটলার৷

এগুলির মধ্যে যে কোনও একটির সঙ্গে নিজেকে নিযুক্ত করে এই ব্যবসা থেকে প্রচুর উপার্জন করতে পারেন৷ তবে এই ব্যবসাতে অভজ্ঞতা রয়েছে এমন কোনও ব্যক্তি বা পরিচিতের পরামর্শ নিয়ে, খুঁটিনাটি বিষয় জেনে ব্যবসা শুরু করা উচিত৷ পুঁজি স্বল্প হোক বা বেশি, যে কোনও ব্যবসা শুরুর আগেই তার ভালো-মন্দ দিকটি আগে বিচার করে তবেই কাজ শুরু করুন৷

মুদি দোকান বা গ্রসারি শপ (Grocery Shop)

মুদির দোকান ব্যবসা শুরুর প্রাথমিক ক্ষেত্রে একটি ভালো বিকল্প হতে পারে৷ এতে আপনি আপনার পুঁজি অনুযায়ী বিনিয়োগ করে সহজেই ব্যবসা শুরু করতে পারবেন৷ এর জন্য বিশেষ কোনও প্রশিক্ষণের প্রয়োজন হয় না৷ দোকান কম রয়েছে অথচ জনবহুল এলাকা, এমন স্থানে দোকান খুলতে পারলে তেমন প্রতিযোগিতার মুখে পড়তে হবে না৷ আপনি চাইলে এর সঙ্গে হোম ডেলিভারির কাজও যুক্ত করতে পারেন, যেখানে গেরস্থালির জিনিসপত্র আপনি নিজের বা অন্যের দোকান থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থায় অতিরিক্ত উপার্জন করতে পারবেন৷

আরও পড়ুন- বাড়িতে বসেই মোমবাতি তৈরির ব্যবসায় (Candle Making Business) হয়ে উঠুন স্বনির্ভর

পেপার প্লেটের ব্যবসা (Paper Plate Business) থেকে হতে পারে প্রচুর লাভ

পুঁজি খুব কম? বাড়িতে বসেই এই ব্যবসাগুলি (Business Ideas) করতে পারেন

English Summary: Low investment small business ideas for you to earn more
Published on: 08 July 2020, 06:35 IST