পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 23 October, 2019 11:07 PM IST

হিমাচল প্রদেশের সিম্বলওয়ারা জাতীয় উদ্যানে ভারতের প্রাণীবিজ্ঞান সংস্থা আবিষ্কার করেছে একটি নতুন প্রজাতির মাছ। কয়েক বছর আগে সিম্বলওয়ারাকে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছিল। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হ'ল ভারতীয় প্রাণীবিজ্ঞান সমীক্ষায় সম্প্রতি দুটি নতুন প্রজাতির মাছ পাওয়া গেছে। এর মধ্যে একটি প্রজাতি হিমাচল প্রদেশেও পাওয়া গেছে, যা বিরল প্রজাতির মাছ। সিম্বলওয়ারায় পাওয়া নতুন প্রজাতির মাছের কিছু বিশেষত্ব দেখা যায়।

সিম্বলওয়ারায়েনসিসের মাছের দৈর্ঘ্য ৬৯ মিমি। বিশেষজ্ঞদের মতে, হিমালয় এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল -এ এই মাছের বিকাশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৯৯ সাল থেকে বিজ্ঞানীরা মোট চারটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেছেন। সিম্বলওয়ারায় পাওয়া এই নতুন প্রজাতির মাছটির নামকরণ করা হয়েছে এখানকার স্থানীয় নামেই 'গারা সিম্বলওয়ারায়েনসিস'।

 

ভারতের জুওলজিকাল সার্ভে এর আগে জানিয়েছিল, দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে দুই প্রকার নতুন প্রজাতির মাছের সন্ধান মিলেছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চল থেকে দুটি মাছ পাওয়া গেছে, সিম্বলওয়ারা ছাড়াও ভারত-এর মায়ানমারের সীমান্তে মিজোরামের চম্পাই জেলায় আরও একটি প্রজাতির মাছের সন্ধান মিলেছে। এটি কালাধান নদীতে আবিষ্কৃত হয়েছে।

স্বপ্নম সেন (swapnam@krishijagran.com)

English Summary: New- species- of- fish -has- been- found- in- Himachal -Pradesh
Published on: 23 October 2019, 11:07 IST