এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 1 August, 2021 3:50 PM IST
PM Mudra Loan (Image Credit - Google)

লকডাউনের এই সময়ে যে ব্যক্তিরা নিজের ব্যবসা (Small business) শুরু করতে চান, তাদের সহায়তার জন্য সরকার বেশ কয়েকটি পরিকল্পনা তৈরি করছে। সরকারের এরকম একটি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের আওতায় আপনি সরকারের কাছ থেকে কম সুদে লোণ (Low interest loan) নিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারেন অথবা নিজের ব্যবসা বাড়াতে পারেন।

সরকার এই প্রকল্পের আওতায় আবেদনকারীকে লোণ প্রদান করে। প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনায়, ব্যবসা সম্পর্কিত লোণ ৩ বিভাগে বিভক্ত। যার অধীনে গ্রাহকরা তাদের ব্যবসা অনুযায়ী ৫০ হাজার থেকে ১০ লক্ষ পর্যন্ত লোণ নিতে পারবেন।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে কত শ্রেণীর লোণ পাওয়া যাবে ?

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ৩ শ্রেণীর লোণ (Mudra Loan) পাওয়া যাবে -

১) প্রথম - শিশু লোণ

২) দ্বিতীয়- কিশোর লোণ

৩) তৃতীয় - তরুন লোণ

শিশু লোণ (Sishu Loan) :

এই লোণের সীমা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এর আওতায় আপনি চায়ের দোকান, মোমবাতির ব্যবসা, ধূপ কাঠি ব্যবসা, পপকর্নের ব্যবসা, চেরি ব্যবসা, টিফিন পরিষেবা, পোশাকের উপর ডিজাইন করার ব্যবসা, বিস্কুট তৈরির ব্যবসা, স্ন্যাকের ব্যবসা ইত্যাদি করতে পারেন।

কিশোর লোণ (Kishore Loan) :

এই লোণের সীমা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা। এর আওতায় আপনি বইয়ের দোকান, খেলনার দোকান, গো-বর্জ্য থেকে কাঠ তৈরির ব্যবসা, আটা কল, মৃৎশিল্পের ব্যবসা ইত্যাদি করতে পারেন।

তরুন লোণ (Tarun Loan) :

এই লোণের সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা। এর আওতায় আপনি আসবাবের দোকান, পাখার দোকান, পাওয়ার শপ, স্টিলের পাত্রের দোকান, মোবাইল শপ, আইসক্রিমের দোকান ইত্যাদি ব্যবসা করতে পারেন।

গুরুত্বপূর্ণ নথি (Important Document):                             

এই লোণটি পেতে আবেদনকারীর কয়েকটি গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। নিম্নে তা উল্লেখ করা হল -

১) পরিচয়পত্র (আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি)

২) বাসস্থান শংসাপত্র        

৩) পাসপোর্ট সাইজের ছবি

৪) ব্যবসার শংসাপত্র

সরকার পরিচালিত এই লোণ প্রকল্পটির দ্বারা যে কোনও ভারতীয় নাগরিক তার নতুন ব্যবসা করার চিন্তাভাবনা করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি বিদ্যমান ব্যবসাটি প্রসারিত করতে চান এর জন্যও অর্থের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে লোণ নিতে পারেন এবং আপনার ব্যবসা বাড়াতে পারেন।

প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার আওতায় আপনি লোণ গ্রহণ করে অনেক ব্যবসা করতে পারেন যেমন:

  • সেলফ প্রোপাইটর বিজ্নেস

  • সার্ভিস সেক্টর কোম্পানি

  • ক্ষুদ্র শিল্প।

  • নিত্য প্রয়োজনীয় মুদি দ্রব্যের ব্যবসা শুরু করতে পারেন।

  • নিজের ট্রাক ক্রয় করে ফুড ট্রাক জাতীয় ব্যবসা শুরু করতে পারেন।

  • আপনি রান্নায় ব্যবহৃত মশলা বাড়িতে তৈরী করে নিজের ব্যবসা শুরু করতে পারেন।

  • ফল এবং সবজির দোকান খুলতে পারেন।

  • নিজের বিউটি পার্লারও তৈরী করতে পারেন।

আরও পড়ুন - Renewable Energy Business – গ্রাম হোক বা মফঃস্বল এই ব্যবসার মাধ্যমে আয় করুন প্রচুর অর্থ

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় কোন ব্যাংক থেকে লোণ পাবে?

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY) এর আওতায় লোণের জন্য আপনাকে সরকারী ব্যাংক শাখায় আবেদন করতে হবে। আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট https://www.mudra.org.in/ এ এই লোণ প্রকল্প সংক্রান্ত ব্যাংক সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাবেন। আপনি এর ফর্মটি অনলাইনেও ডাউনলোড করতে পারেন।

আরও পড়ুন - Bamboo Bottle Business – মফঃস্বলের পুরুষ/মহিলারা বাড়ি বসে বাঁশের তৈরি বোতলের ব্যবসা করে আয় করুন প্রচুর অর্থ

English Summary: PM Mudra Loan - Which bank will give you this loan? Find out how to start a low-interest salt business
Published on: 29 July 2021, 10:18 IST