এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 June, 2020 5:13 PM IST

করোনা ভাইরাসের হানায় বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা খেয়েছে৷ থেমেছে স্বাভাবিক ছন্দ৷ আর সমাজের মূল ভিত্তি কৃষিও এর ব্যতিক্রম নয়৷ সেখানেও পড়েছে এর প্রভাব৷ এমতাবস্থায় থেমে গেলে চলবে না৷ এই প্রতিকূল পরিস্থিতিতে কোন কাজে হাত দিলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো সেইদিকে নজর দিতে হবে৷ আর কৃষকেরা এক্ষেত্রে কৃষিজ ব্যবসা (Agriculture Business Ideas) নিয়ে চিন্তাভাবনা করতে পারেন৷ এই প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা করা যাক৷

যে কৃষি ব্যবসাগুলিতে আপনি ছোট স্তর থেকে বড় স্তরে পৌঁছতে পারবেন এবং লাভের মুখ দেখতে পারবেন সেগুলি হল-

ফুলের ব্যবসা (Flower Business)- কৃষিকাজে নিজের একটা গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে ফুলচাষ৷ বাজারে সবসময়ই বিভিন্ন ধরণের ফুলের চাহিদা থাকে৷ তাই এই ফুলের ব্যবসায় উপার্জন সম্ভাবনা সর্বদা থাকে৷

ফার্টিলাইজার বিক্রির ব্যবসা (Fertilizer Distribution Business)- এই ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রে সরকারের দ্বারা পরিচালিত হলেও এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারলে লাভের সম্ভাবনা থাকে৷

অর্গ্যানিক ফার্ম গ্রীন হাউস (Organic Farm Green House)- গত কয়েক বছর ধরে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে৷ রাসায়নিক এবং ফার্টিলাইজারের মাধ্যমে চাষ করা ফসল বা সবজি বা ফলের থেকে অনেকের শারীরিক সমস্যায় পড়ার আশঙ্কা থাকে৷ ফলত, এইসব রাসায়নিক এড়িয়ে জৈবিক পদ্ধতিতে চাষ আরও বেশি করে জনপ্রিয় হয়ে উঠছে৷ তাই এই অরগ্যানিক বা জৈবিক পদ্ধতিতে চাষ করা ফসল আপনাকে নিরাশ করবে না৷

মুরগী পালন (Poultry Farming)- এই মুরগী পালন বা পোল্ট্রি ফার্মিং-এর ব্যবসাও বেশ লাভজনক৷ সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক পদ্ধতি অবলম্বন করে এটি করতে পারলে আপনার মুনাফা নিশ্চিত৷ কৃষি ব্যবসার ক্ষেত্রে এটি দ্রুত গতিতে নিজের জায়গা করে নিচ্ছে৷

মাশরুম চাষ (Mushroom Farming)- মাশরুম চাষের ব্যবসা শুরু করতে পারলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি উপার্জন করতে পারবেন৷ এই ব্যবসার শুরুতে বেশি পুঁজি বিনিয়োগ করার প্রয়োজনও পড়ে না৷ তাই অনেকেই এখন এই ব্যবসার দিকে ঝুঁকছেন৷ তবে সঠিক পদ্ধতি মেনে তবেই তা করতে হবে৷ আপনার মাশরুমের গুনমান এবং চাহিদা অনুযায়ী বাজারে তার সহজলভ্যতা, এই দুই ঠিক থাকলে আপনার এই কৃষিজ ব্যবসা রমরমিয়ে চলবে৷

এছাড়াও আরও বহু উপায় রয়েছে কৃষি ব্যবসায়৷ তবে পুঁজি কম থাকলে উপরোক্ত উপায়গুলি অবলম্বন করতে পারেন৷ এতে বিনিয়োগ যেমন খুব কম করতে হবে, তেমনই কম সময়ের মধ্যে উপার্জন এবং লাভের সম্ভাবনাও রয়েছে৷

 

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন-  বর্ষাকালে মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগে শুরু করুন এইসব ব্যবসা (Business in Monsoon), প্রচুর মুনাফা

English Summary: Profitable Agriculture Business Ideas You Can Start Now
Published on: 22 June 2020, 05:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)