ইসমাইল সেখ আমাদের জানালেন মুর্শিদাবাদের সংখ্যালঘুরাও পুজোতে সম্প্রীতির পরিবেশে কাটান। চাষের ক্ষেত্রে এবার আম ও লিচু এ অঞ্চলের প্রধান ফসল আর এবার ইসমাইল ভাইএর আম ও লিচুতে আয় বেশী আসেনি। তাই পুজোর মরশুমে লাভের গুড় তার জুটছে না। তবে সবজিতে তিনি ভালো দাম পেয়েছেন।
তিনি অন্য সম্প্রদায়ের হলেও পুজোর উৎসবের মরশুমে অন্যান্য বন্ধু-বান্ধবের সঙ্গে তিনি তার চাষের ভালো লাভের আয় আনন্দ উৎসবে ভাগ করে নেন। ডাল শস্যের চাষ আছে অঞ্চলের অন্যান্য চাষিদের মত তারও আর এবার কিন্তু ডাল শস্যের দামে বাজার মন্দা তাই তার দুঃখ যে এই ফসলের লাভ ভালো আয় দেবে না। তবে ইসমাইল ভাই জানালেন আগামীতে তিনি চাষিদের দিয়ে চাষিগোষ্ঠির কোম্পানী গড়ে তুলতে চলেছেন নাবার্ডের সহযোগীতায় কৃষি জাগরণের পক্ষ থেকে ইসমাইল সেখকে আমাদের শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো।
- রুনা নাথ