এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 16 December, 2021 3:19 PM IST

পড়াশোনার পরে বা চলাকালীন সকলের একটিই ইচ্ছা থাকে আর সেটি হল চাকরির। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন সকলেরই থাকে। তবে গত দু-বছর ধরে করোনার প্রকোপের ফলে বিভিন্ন চাকরির নিয়োগ বন্ধ রয়েছে। তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিকের দিকে তাই বিভিন্ন ক্ষেত্রে চলছে নিয়োগ। সম্প্রতি কল্যাণী এইমসে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ যে কোনও প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীদের www.becil.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা দিতে হবে, অন্যদিকে এসসি, এসটি, ইডব্লিউএস, পিএইচ প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৪৫০ টাকা লাগবে। এই চাকরি গুলির আবেদন পত্র দেওয়ার শেষ তারিখ ১৮ই ডিসেম্বর। এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের জন্য শুন্যপদের কথা উল্লেখ করা রয়েছে।

আরও পড়ুনঃ ফুলকপি স্বাস্থ্যের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? কি বলছে বিশেষজ্ঞরা? জেনে নিন

আপার ডিভিশন ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে ৩৬ টি শুন্যপদ। এই পদে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ টাইপিং এ পারদর্শী হতে হবে। এই পদের বেতন ২৪,৮০০ টাকা। বয়স হতে হবে ৩০ এর মধ্যে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদেও হবে নিয়োগ। শূন্যস্থান রয়েছে ৩৩ টি। আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও মেডিকেল ল্যাবরেটরি সার্টিফিকেট এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে ২৬,১০০ এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে।

আরও পড়ুন ঃ PM Kisan Samman Nidhi Yojana: KYC না করালে পাবেন না কিষাণ সম্মান নিধির টাকা,জেনে নিন কিভাবে করবেন KYC

আরও একটি হল লাইব্রেরিয়ান গ্রেড। এই পদে রয়েছে তিনটি সিট। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসি ডিগ্রি এবং লাইব্রেরি সাইন্সে স্নাতক হতে হবে। এই পদে বেতন হবে ৪৩,৯০০ টাকা। বয়স হতে হবে ১৮বছর থেকে ৪০ এর মধ্যে। আরও একটি পদ হল ফার্মাসিস্ট পদপ্রার্থীদের ফার্মাসিতে ডিপ্লোমা থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বেতন ২৬,১০০ এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে।

English Summary: Recuirment in kalyani aiims
Published on: 16 December 2021, 03:19 IST