এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 16 July, 2021 12:25 PM IST
Business (Image Credit - Google)

বিগত বছর থেকে করোনা সংক্রমণ রুখতে দেশের সবকটি রাজ্যে দফায় দফায় লকডাউন করা হয়। এর ফলে শুধু রাজ্যে নয়, সমগ্র দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ধাক্কা লেগেছে৷ মানুষের দৈনন্দিন জীবন, রোজগার থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রে নেমে এসেছে বিপর্যয়৷

কিন্তু এতসবের মধ্যেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা করছেন অনেকেই৷ অনেকে নিজস্ব কিছু করার জন্য মন দিয়েছেন ব্যবসায়৷ তবে কৃষিকাজের সঙ্গে যারা কিছুটা হলেও যুক্ত তারা বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে বাড়িতে বসেও উপার্জনের কথা ভাবতে পারেন৷ বিকল্প হিসেবে কয়েকটি ব্যবসার (Business Ideas) কথা এই প্রতিবেদনে তুলে ধরা হল, যা আপনাকে উপার্জনের সুযোগ করে দেবে৷

স্বল্প বিনিয়োগে লাভজনক এই ব্যবসাগুলি এই পরিস্থিতেও আপনাকে বেশ কিছুটা লাভ দিতে পারবে। সাথে গ্রামগঞ্জের বা মফঃস্বলের বেকার যুবক যুবতীরা এই ব্যবসাগুলি থেকে নিজেদের কর্মসংস্থান করতেও সক্ষম হবেন।

অনলাইন ফল-সবজি বিক্রির ব্যবসা (Online Vegetable Business) –

এই ব্যবসা শুরু করার জন্য বেশি পুঁজির প্রয়োজন নেই৷ তবে এর জন্য জায়গা এবং বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে৷ আপনি সহজেই ফল-সবজি অনলাইনে বিক্রি করতে পারেন চাইলে৷ বর্তমানে বেশিরভাগ জিনিসপত্রই ডিজিটাল হয়ে গিয়েছে৷ আর স্মার্টযুগে স্মার্টলাইফে আপনি আপনার সবজি, ফল এসব কিছুও অনলাইনে বিক্রি করে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন এবং ভালো মূল্যও পাবেন৷

ডেয়ারি ফার্মিং ব্যবসা (Dairy Farming Business) -

বিশ্বে সর্বত্র এই ব্যবসা খুবই জনপ্রিয়৷ ব্যবসা করার পরিকল্পনা থাকলে এই বিকল্পের কথা ভাবতেই পারেন৷ এই ব্যবসাতে বেশি বিনিয়োগের প্রয়োজন (Low Investment Business) হয় না৷ এমন সহজলভ্য ডেয়ারি প্রোডাক্টের এই ব্যবসা ঠিকঠাকভাবে করতে পারলে লাভের মুখ দেখতে পারেন৷

মাশরুম চাষের ব্যবসা -

মাশরুমের (Mushroom Business) সবসময়ই চাহিদা তুঙ্গে৷ আর তাই সারা বছরই দেশের বিভিন্ন প্রান্তে মাশরুমের চাষ হয়ে থাকে৷ এই ব্যবসাও কম সময়ে বেশি মুনাফা করার সুযোগ দেয়৷ তাই অনেকেই এই ব্যবসায় আগ্রহ প্রকাশ করে থাকেন৷

গার্ডেনিং (Gardening) -

এটিও এক ধরণের লাভজনক ব্যবসা৷ যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে৷ এই গার্ডেনিং-এ (Gardening) বিভিন্ন ধরণের গাছ-ফল-ফুল করা হয় এবং তার নার্সারি থেকে বা অনলাইনে বিক্রি করে ভালো উপার্জন করা সম্ভব৷ তবে পরিচর্যাতে সময় দিতে হবে, না হলে গাছ-গাছালির ক্ষতির সম্ভাবনা রয়েছে৷ আপনি চাইলে অনলাইনেও গাছ বিক্রি করতে পারেন৷

আরও পড়ুন - Petrol Pump Business – এই ব্যবসায় রয়েছে কোটি টাকা লাভের সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

এভাবেই ছোট ছোট ব্যবসায় স্বল্প পুঁজি বিনিয়োগে (Low Investment Business) আপনি উপার্জন করতে পারবেন৷ প্রাথমিকভাবে শুরু করতে হলে এগুলি ভালো বিকল্প, তবে ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে নিতে পারেন৷ সঠিকভাবে এই ব্যবসা করতে পারলে মুনাফাও পাওয়া যেতে পারে৷

আরও পড়ুন - Jan Aushadhi Kendra – সরকারি সহায়তায় শুরু করুন জনৌষধি কেন্দ্রের ব্যবসা আর আয় করুন প্রচুর অর্থ

English Summary: Rural youth may earn a lot of money from this business
Published on: 10 July 2021, 07:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)