প্রায় ২০-২৫ বছর ধরে কুচবিহার জেলার অতি সাফল্যের সঙ্গে মাছ চাষ ও মাছের ডিম পোনার চাষ করছেন লক্ষী কান্ত বর্মন। জেলা মৎস দফতরের সেরা উৎকর্ষ এর পুরস্কার অনেকবার পেয়েছেন এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়েছেন "কৃষক রত্ন"৷ কৃষিজাগরন কে সাক্ষাৎকারের তিনি জানান যে আজ থেকে ২৫ বছর আগে একটি সরকারি ট্রেনিং এ একটি ভিডিও দেখে তিনি উৎসাহিত হয়ে তার সামান্য পাটের ব্যবসা ছেড়ে দিয়ে নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে কিছু জমি লিজে নিয়ে মাছ চাষ শুরু করেন। আজকে প্রায় ৪০ বিঘা জমির উপর পুকুর মাছ চাষ করে ও একটি মাছের ডিম পোনার হ্যাচারি করে কোটি কোটি টাকা রোজগার করেছেন। এই মাছের হ্যাচারি থেকে গোটা উত্তরবঙ্গের প্রতিটি জেলায় মাছের চারা পোনা বিক্রি করে তিনি শুধু নিজে প্রতিষ্টিত হন নি রোজগারের রাস্তা দেখিয়েছেন শয়ে শয়ে মানুষকে। নিজে তিনি খুব বেশি লেখাপড়া করেন নি কিন্তূ নিজের বাড়ির সংগ্রহ সালায় রেখেছেন ১০০ টির বেশি প্রজাতির বিভিন্ন ধরণের মাছ।
- অমর জ্যোতি রায়