চাকরী প্রার্থীদের জন্য সুখবর । কলেজগুলিতে কয়েক হাজার সহকারী অধ্যাপক নিয়োগ করবে রাজ্য সরকার। নতুন বছরের শুরুতে এমন সুখবর দিল কলেজ সার্ভিস কমিশন (West Bengal College Service Commission)। ইতিমধ্যেই ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।
৩১ ডিসেম্বর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজগুলিতে সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন । ইতিমধ্যেই অনলাইনে আবেদনগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত । কিন্তু সেই বিজ্ঞপ্তিতে কত শূন্যপদ রয়েছে তা জানানো হয়নি । তবে কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত তাদের কাছে আগের নিয়োগ প্রক্রিয়া থেকে ৪২৭ টি শূন্যপদ রয়েছে।
আরও পড়ুনঃ
করোনার কারণে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াতে বদল আনা হয়েছে কমিশনের তরফ থেকে। সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ৩৩০০০ আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে। বাংলা এবং ইংরেজি, এই দুটি বিষয়ে আপাতত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ