Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 31 July, 2019 12:39 PM IST
 
 

হাতি-মানুষের সংঘাত এড়াতে জঙ্গলেই ফলের চারাগাছ লাগালেন একদল যুবক। বন দপ্তরের সাহায্য ছাড়াই এটি করে দেখালেন ঝাড়গ্রামের ওই যুবকরা। যদিও এটাকে সামাজিক দায়িত্ব বলেই মনে করছেন তাঁরা। কয়েক বছর ধরে ঝাড়গ্রাম শহর এবং শহর লাগোয়া গ্রামগুলিতে হাতি-মানুষের সংঘাতে প্রাণ গিয়েছে অনেকের। এর প্রাথমিক কারণ হিসেবে জঙ্গলে হাতির ‘খাদ্য সংকট’কেই চিহ্নিত করেছেন বনকর্তারা। কিন্তু সেই সংকট মোচনের জন্য এখনও তেমন কোনও কাজ করেনি বনদপ্তর।

এই যুবকরা স্থির করেছেন, নিজেদের মতো করে একটু গভীর জঙ্গলে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, অথচ কোনও গাছ নেই, সেই সব জায়গায় বিভিন্ন ফলের গাছ লাগাবেন প্রতি সপ্তাহে একদিন করে এ কাজ আগামী একমাস চালিয়ে যাবে বলে জানিয়েছেন তাঁরা। এই সমস্ত গাছ যদি বড় করা যায় এবং ফলদায়ী হয় তাহলে হাতিদের খাদ্য সংকট কমবে এবং তারা লোকালয়ে এসে মানুষের চাষবাসের ক্ষতি করবেনা বলে আশা করছেন এই সমস্ত যুবকেরা। তবে নি:সন্দেহে এই মঙ্গলময় উদ্যোগে বনদপ্তরের সহায়তা প্রয়োজন, এই উদ্যোগ শুধু হাতিদের আক্রমণ ঠেকাবে তাই নয় জঙ্গলের ঘনত্ব বৃদ্ধি করবে এবং অন্যান্য পশু পাখির আশ্রয়স্থল বাড়াবে।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: to-prevent-elephant-entering-locality-youth-planted-fruit-trees-in-forest
Published on: 31 July 2019, 12:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)