রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 12 July, 2018 3:37 AM IST

সম্প্রতি অ্যান্টি-টোব্যাকো ডে বা বিশ্ব তামাক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিরা।

তামাক মানুষের ক্ষতি করে, তাই তামাক বর্জন করাই উচিত। প্রতিষ্ঠানের ডিরেক্টর ডঃ গৌতম আশ জানান, ইতিমধ্যেই হাসপাতালের বহির্বিভাগে টোব্যাকো সিমুলেশন সেন্টার খোলা হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তামাক আসক্তি কাটাতে পারে আসক্ত ব্যক্তিরা। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সারের ঝুঁকি বহুগুন বাড়ে, উচ্চ রক্তচাপের সমস্যা জটিল করতে পারে তামাক সেবন। এছাড়া প্যাসিভ স্মোকিং এর কুপ্রভাব পড়ে সন্তানসম্ভবা নারীর উপর। তাই তামাকসেবীরা চাইলে অবিলম্বে হোমিওপ্যাথির সাহায্যে তামাক ছাড়তে পারেন।

- Sushmita Kundu

English Summary: tobacco with homeopathy
Published on: 12 July 2018, 03:35 IST