নিজের ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি অন্তরায় হয়ে উঠেছে? তাহলে এই প্রতিবেদনে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিতে পারেন৷ কম পরিশ্রমে, কম ব্যয়ে যেমন ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে পারবেন, তেমনই এর জন্য পেতে পারেন লোনও৷
লকডাউনে (Lockdown) আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় যেমন ছন্দপতন ঘটেছে, তেমনই ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি৷ চাকরি হারিয়ে বেকারত্বের শিকার অনেকে৷ পকেটে টান৷ টান হেঁসেলে৷ এমতাবস্থায় ঘুরে দাঁড়াতে কম পুঁজিতে শুরু করা যেতে বেশ কয়েকটি ব্যবসা৷ আবার বাড়িতে বসে যারা অস্থির হয়ে উঠেছেন৷
এই সময়ে যদি আপনি ২-৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কোনও ব্যবসা শুরু করতে চান তাহলে মোদী সরকার মুদ্রা যোজনা আপনার সহায়ক হতে পারে৷ এর মাধ্যমে আপনি ৭৫-৮০ শতাংশ লোন পেতে পারেন এবং নিজের ব্যবসা শুরু করতে পারেন৷ আমাদের দেশে পুরুষ, মহিলা যে কেউ বাড়িতে বসেই এই কাজ শুরু করে দিতে পারেন৷ এতে কম সময়ে ভালো মুনাফাও (Profitable Business) হয়৷
চলুন জেনে নেওয়া যাক এমন কোন দুটি ব্যবসা রয়েছে যেখানে আপনি এই সুবিধা পেতে পারেন এবং একই সঙ্গে প্রচুর মুনাফাও নিশ্চিত করতে পারেন৷ ছোট ব্যবসার মধ্যে অন্যতম একটি ব্যবসা হল, কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসা এবং অন্যটি হল কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা৷
কাঠের আসবাবপত্র তৈরির ব্যবসা- আপনি ঋণের সাহায্যে এই ব্যবসা শুরু করতে পারেন৷ এই ব্যবসা শুরু করতে প্রায় ১.৮৫ লক্ষ টাকা পুঁজির প্রয়োজন হতে পারে৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ভিত্তিতে আপনি ব্যাঙ্ক থেকে কম্পোজিট লোনের মাধ্যমে প্রায় ৭.৪৮ লক্ষ টাকার লোন পেতে পারেন৷ এতে আপনার ফিক্সড ক্যাপিটালের ভিত্তিতে ৩.৬৫ লক্ষ টাকা এবং তিন মাসের জন্য ওয়ার্কিং ক্যাপিটালের ভিত্তিতে ৫.৭০ লক্ষ টাকার প্রয়োজন হতে পারে৷
এই ব্যবসা শুরু করার পরে ধীরে ধীরে আপনি লাভের মুখ দেখতে শুরু করবেন৷ ব্যবসার ব্যয় বাদ দিয়েও আপনার ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লাভ সহজেই করতে পারেন৷
কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা- যদি আপনি কম্পিউটারকেই ব্যবসার মাধ্যম করতে চান, সেক্ষেত্রেও আপনি লোনের সাহায্য পাবেন৷ কম্পিউটার অ্যাসেম্বলিং ব্যবসা শুরু করার জন্য প্রথমদিকে আপনাকে প্রায় ২.৭০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে৷ এই ব্যবসায় ব্যাঙ্ক থেকে আপনি প্রায় ৬.২৯ লক্ষ টাকা লোন পেতে পারেন৷ আপনি বছরে ৬৩০ ইউনিট তৈরি করলে আপনার প্রায় ৩-৪ লক্ষ টাকার লাভ সহজেই হতে পারে৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- মাসে ৩০-৪০ হাজার টাকা উপার্জনের সুযোগ, বছরে প্রচুর লাভের মুখ দেখাবে এই ব্যবসা (Business Idea)