লকডাউনের ফলে মানুষের আর্থিক পরিস্থিতি সঙ্কটে৷ পকেটে যেমন টান পড়েছে, তেমনই হেঁসেলেও৷ আর এভাবেই ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন৷ কিন্তু এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোরও উপায় রয়েছে অনেক৷ যারা চাকরি ছেড়েছেন তারা বাড়িতে বসেই অন্যভাবে উপার্জন করতে পারেন চাইলে৷ আর তাতে বিনিয়োগের কোনও বিষয় নেই৷ বিনিয়োগ ছাড়া (Zero Investment) কম সময়ে কীভাবে উপার্জন সম্ভব এই প্রশ্ন মনে উঁকি দিচ্ছে তো? চলুন কীভাবে এটি সম্ভব সেই নিয়ে আলোচনা করা যাক৷
যোগ প্রশিক্ষক (Yoga Teacher)-
বর্তমান সময়ে স্বাস্থ্যের প্রতি আরও বেশি করে যত্নবান হয়েছেন অনেকে৷ স্বাস্থ্যই সম্পদ এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তা যেন করোনা ভাইরাসের এই সময়ে আরও বেশি করে প্রত্যেকে বুঝতে পারছে৷ তাই অনেকেই বিভিন্নভাবে শরীরচর্চা, যোগাভ্যাসে মন দিয়েছেন৷ অনেকেই এজন্য জিমে যান, অনেকেই বাড়িতে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করেন, কেউবা যোগাভ্যাসে অভ্যস্ত৷ আর এই পরিস্থিতিতে এখন যোগ প্রশিক্ষকদের চাহিদা তুঙ্গে৷
তাই আপনি চাইলে বাড়িতেই যোগ প্রশিক্ষক হিসেবে নিজের কেরিয়ার ফের একবার শুরু করে দিতে পারেন৷ এর জন্য বাইরেও যেতে হবে না৷ সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে অনলাইনেও এই প্রশিক্ষণ দিতে পারেন আপনি৷ এর জন্য কোনও বিনিয়োগের প্রয়োজন হবে না৷ উপরন্তু বাড়িতে বসেই উপার্জনের পথ খুলে যাবে এবং সেই সঙ্গে প্রতিনিয়ত যোগাভ্যাসে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে৷
হোম টিউটর (Home Tutor)-
আপনি অঙ্ক বা বিজ্ঞানের বা অন্য কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হয়ে থাকলে বাড়িতেই টিউশন শুরু করে দিতে পারেন৷ বছরের পর বছর ধরে হোম টিউটরদের চাহিদা উত্তরোত্তর শুধু বেড়েছে৷ আর এই পেশাতে উপার্জনও অনেক৷ আপনি চাইলে অনলাইনেও পড়াতে পারেন৷ আর সুযোগ থাকলে পরবর্তীক্ষেত্রে কোচিং সেন্টার খুলে ফেলতে পারেন৷ এভাবেই শূন্য বিনিয়োগে উপার্জন করতে পারবেন আপনি৷
মোবাইল টিফিন সার্ভিস (Mobile Tiffin Service)-
ব্যবসায়িক দিক থেকে বলতে গেলে বর্তমানে মোবাইল টিফিন সার্ভিস-এর চাহিদা প্রচুর৷ এর জন্য আপনাকে নাম মাত্র টাকা খরচ করতে হবে৷ তবে এই ব্যবসা ভালো করে করতে পারলে আপনাকে আর ফিরে তাকাতে হবে না৷
ইন্টারনেট, মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ভালো উপার্জন করতে পারবেন৷ মাসের শেষে লাভও নিশ্চিত৷ তবে এর জন্য আপনাকে নিরন্তর যোগাযোগ রাখতে হবে প্রত্যেকের সঙ্গে৷ মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাদের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে উন্নতমান ধরে রেখে খাবার পরিবেশন করতে পারলে আপনার লাভ অবশ্যম্ভাবী৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- মাসে ৩০-৪০ হাজার টাকা উপার্জনের সুযোগ, বছরে প্রচুর লাভের মুখ দেখাবে এই ব্যবসা (Business Idea)