কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই ৪টি কৌশল ব্যবহার করে মাছ চাষ করুন, উৎপাদন এবং লাভ দ্রুত বৃদ্ধি পাবে! অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন
Updated on: 19 June, 2020 6:53 PM IST

লকডাউনের ফলে মানুষের আর্থিক পরিস্থিতি সঙ্কটে৷ পকেটে যেমন টান পড়েছে, তেমনই হেঁসেলেও৷ আর এভাবেই ব্যহত হয়েছে স্বাভাবিক জনজীবন৷ কিন্তু এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোরও উপায় রয়েছে অনেক৷ যারা চাকরি ছেড়েছেন তারা বাড়িতে বসেই অন্যভাবে উপার্জন করতে পারেন চাইলে৷ আর তাতে বিনিয়োগের কোনও বিষয় নেই৷ বিনিয়োগ ছাড়া (Zero Investment) কম সময়ে কীভাবে উপার্জন সম্ভব এই প্রশ্ন মনে উঁকি দিচ্ছে তো? চলুন কীভাবে এটি সম্ভব সেই নিয়ে আলোচনা করা যাক৷

যোগ প্রশিক্ষক (Yoga Teacher)-

বর্তমান সময়ে স্বাস্থ্যের প্রতি আরও বেশি করে যত্নবান হয়েছেন অনেকে৷ স্বাস্থ্যই সম্পদ এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ তা যেন করোনা ভাইরাসের এই সময়ে আরও বেশি করে প্রত্যেকে বুঝতে পারছে৷ তাই অনেকেই বিভিন্নভাবে শরীরচর্চা, যোগাভ্যাসে মন দিয়েছেন৷ অনেকেই এজন্য জিমে যান, অনেকেই বাড়িতে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করেন, কেউবা যোগাভ্যাসে অভ্যস্ত৷ আর এই পরিস্থিতিতে এখন যোগ প্রশিক্ষকদের চাহিদা তুঙ্গে৷

তাই আপনি চাইলে বাড়িতেই যোগ প্রশিক্ষক হিসেবে নিজের কেরিয়ার ফের একবার শুরু করে দিতে পারেন৷ এর জন্য বাইরেও যেতে হবে না৷ সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে অনলাইনেও এই প্রশিক্ষণ দিতে পারেন আপনি৷ এর জন্য কোনও বিনিয়োগের প্রয়োজন হবে না৷ উপরন্তু বাড়িতে বসেই উপার্জনের পথ খুলে যাবে এবং সেই সঙ্গে প্রতিনিয়ত যোগাভ্যাসে আপনার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে৷ 

হোম টিউটর (Home Tutor)-

আপনি অঙ্ক বা বিজ্ঞানের বা অন্য কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হয়ে থাকলে বাড়িতেই টিউশন শুরু করে দিতে পারেন৷ বছরের পর বছর ধরে হোম টিউটরদের চাহিদা উত্তরোত্তর শুধু বেড়েছে৷ আর এই পেশাতে উপার্জনও অনেক৷ আপনি চাইলে অনলাইনেও পড়াতে পারেন৷ আর সুযোগ থাকলে পরবর্তীক্ষেত্রে কোচিং সেন্টার খুলে ফেলতে পারেন৷ এভাবেই শূন্য বিনিয়োগে উপার্জন করতে পারবেন আপনি৷

মোবাইল টিফিন সার্ভিস (Mobile Tiffin Service)-

ব্যবসায়িক দিক থেকে বলতে গেলে বর্তমানে মোবাইল টিফিন সার্ভিস-এর চাহিদা প্রচুর৷ এর জন্য আপনাকে নাম মাত্র টাকা খরচ করতে হবে৷ তবে এই ব্যবসা ভালো করে করতে পারলে আপনাকে আর ফিরে তাকাতে হবে না৷

ইন্টারনেট, মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ভালো উপার্জন করতে পারবেন৷ মাসের শেষে লাভও নিশ্চিত৷ তবে এর জন্য আপনাকে নিরন্তর যোগাযোগ রাখতে হবে প্রত্যেকের সঙ্গে৷ মানুষের সঙ্গে যোগাযোগ এবং তাদের চাহিদা অনুযায়ী সঠিক সময়ে উন্নতমান ধরে রেখে খাবার পরিবেশন করতে পারলে আপনার লাভ অবশ্যম্ভাবী৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- মাসে ৩০-৪০ হাজার টাকা উপার্জনের সুযোগ, বছরে প্রচুর লাভের মুখ দেখাবে এই ব্যবসা (Business Idea)

English Summary: Without any investment you can earn money easily in this way
Published on: 19 June 2020, 06:44 IST