Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 10 July, 2020 7:06 PM IST
Profitable Business

আপনি কি ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন? কিন্তু পুঁজি তেমন নেই বলে পিছিয়ে যাচ্ছেন? তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য৷ স্বল্প পুঁজি বিনিয়োগে যেমন বিভিন্ন রকমের ব্যবসা করা যায়, তেমনই বিনিয়োগ ছাড়াও বেশ কিছু ব্যবসার বিকল্প (Zero Investment Business Ideas) রয়েছে৷ শূন্য বিনিয়োগে ব্যবসা সম্ভব কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে৷ কিন্তু বাড়িতে বসে এমন কয়েকটি কাজে নিযুক্ত করা যায় নিজেকে যেখানে উপার্জন-লাভ দুটোই সম্ভব, আবার বিনিয়োগও তেমন কিছু করতে হয় না৷

মোবাইল, ল্যাপটপ সারানোর ব্যবসা (Mobile repairing business)-

বর্তমানে ডিজিটাল যুগে প্রায় বেশিরভাগ বাড়িতেই এক বা একাধিক মোবাইল, ল্যাপটপ থাকে৷ প্রতিনিয়ত অবিরত কাজ, কথাবার্তা চলছে এইসব গ্যাজেটে৷ তাই গ্যাজেট যখন আমাদের জন্য এতো প্রয়োজনীয়, তখন তা খারাপ হলে আমাদের কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়৷ তাই আপনি যদি এই মোবাইল বা ল্যাপটপ সারানোর প্রশিক্ষণ পেয়ে থাকেন, বা আপনার আগে থেকেই এ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে তাহলে আর সময় নষ্ট না করে এই সব গ্যাজেট সারানোর কাজ শুরু করে দিতে পারেন৷ এতে আপনাকে তেমন কিছুই বিনিয়োগ করতে হবে না, উপরন্তু সহজেই উপার্জন করতে পারবেন৷

Laptop Servicing Business

ইউটিউব চ্যানেল (Youtube Channel)-

বিগত কয়েক বছরে ইউটিউব অনেকের কাছেই উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে৷ অনেকে এর থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন৷ আর এই মাধ্যম থেকে তেমন কোনও পরিশ্রম ছাড়াই শূন্য বিনিয়োগে উপার্জন করা যায় প্রচুর৷ অনলাইনে এই বিষয়ে অনেক ধরণের তথ্য দেওয়া রয়েছে৷ আপনি চাইলে পরিচিত কোনও ইউটিউবার-এরও পরামর্শ নিতে পারেন৷ তাতে আরও সহজে বুঝতে পারবেন৷

ছবি বিক্রি ব্যবসা (Image Selling Business)-

এই ব্যবসার কদরও উত্তরোত্তর বাড়ছে৷ আপনার কাছে যদি একটি ভালো ক্যামেরা থাকে এবং আপনি ছবি তুলতে দক্ষ হন, তাহলে আর্থিক স্বচ্ছলতা বাড়াতে আপনি আপনার এই গুনে ভর করেই ব্যবসা শুরু করে দিন৷ এতে তেমন কিছুই বিনিয়োগ করতে হয় না৷ ইমেজ সেলিং বা ছবি বিক্রির এই ব্যবসা বর্তমানে খুব জনপ্রিয়তা লাভ করেছে৷ অনলাইনেও বহু ওয়েবসাইট বা সংস্থা ছবি কিনে থাকে৷ তাই এই ব্যবসার পরিকল্পনাও করতে পারেন৷

এসি, রেফ্রিজারেটর সারানো (A.C servicing Business)-

মোবাইল, ল্যাপটপের মতোই, এসি, রেফ্রিজারেটর আমাদের জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে৷ তাই এগুলি সারানোর প্রশিক্ষণ নিয়ে আপনিও এই ব্যবসা শুরু করে দিতে পারেন৷ শূন্য বিনিয়োগেই হবে মুনাফা৷

কাপড় ইস্ত্রির ব্যবসা (Clothes Ironing Service)-

আপনি চাইলে এই কাজের মাধ্যমেও উপার্জন করতে পারেন৷ বর্তমানের ব্যস্ত সময়ে পোশাক ইস্ত্রি একটি সময়সাপেক্ষ বিষয়, যা তাড়াহুড়োতে অনেক সময়ই ঠিক করে করা সম্ভবপর হয় না অফিসযাত্রীদের কাছে৷ তাছাড়া অসাবধানতাবশত বা তাড়াহুড়ো করতে গেলে গরম ইস্ত্রিতে কাপড় বা পোশাক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে৷ তাই অনেকেই লন্ড্রি বা ইস্ত্রি যারা করেন তাদের কাছে পোশাক দিতে পছন্দ করেন৷ তাই আপনার কাছে ইস্ত্রি থাকলে, আপনি বাড়িতেও এই কাজ শুরু করে উপার্জন করতে পারেন৷

আরও পড়ুন- পুঁজি খুব কম? বাড়িতে বসেই এই ব্যবসাগুলি (Business Ideas) করতে পারেন

ধূপকাঠির ব্যবসায় (Incense Sticks Business) খুব সহজেই উপার্জন করুন, হয়ে উঠুন আত্মনির্ভর

বাড়িতে বসেই মোমবাতি তৈরির ব্যবসায় (Candle Making Business) হয়ে উঠুন স্বনির্ভর

English Summary: Zero investment home based business ideas for you
Published on: 10 July 2020, 07:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)