কৃষিক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন এবং চাষাবাদের নতুন কৌশলের আবির্ভাবের ফলে কৃষিক্ষত্র এখন কর্মসংস্থানের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হচ্ছে । বিশেষ করে তরুণদের প্রবণতা বাড়ছে । কৃষিতে শিক্ষিত যুবকদের আসার সাথে সাথে ভারতীয় কৃষিক্ষেত্রের দিক ও অবস্থার পরিবর্তন হচ্ছে । নতুন চিন্তার সাথে, তরুণরা নতুন প্রযুক্তি ব্যবহার করছে। যার কারণে তাদের উপার্জনও বাড়ছে এবং তারা কৃষকদের জন্য রোল মডেল হয়ে উঠছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, তরুণরা কৃষিতে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করছে, এতে তারা সফলও হচ্ছে। মধ্যপ্রদেশের জওহরলাল নেহেরু কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও একই রকম সাফল্যের গল্প তৈরি করেছেন।
আধুনিক যুগে কৃষকদের অনেক সমস্যা রয়েছে । এসব কাজে কৃষকদের ভোগান্তি পোহাতে হয় । কৃষকদের সবচেয়ে বড় সমস্যা মাটি পরীক্ষা। ফসলে রোগ ও উৎপাদিত পণ্য বিক্রির উপযুক্ত দাম না পাওয়া। এ কারণে সময়মতো চাষাবাদ করতে সমস্যায় পড়েছেন কৃষকরা।
দেশের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা কৃষির খরচ । কারণ রাসায়নিক সার ব্যবহার, বাজার থেকে বীজ কেনা এসব কাজে খরচ হয় । এর পাশাপাশি কৃষকরা সঠিক সময়ে সঠিক কৃষি পরামর্শ পান না। এ কারণে তারা ভালোভাবে চাষাবাদ করতে পারছেন না। অনেক সময় কৃষকরা সঠিকভাবে রোগ শনাক্ত করতে পারছেন না যার কারণে তা সম্ভব হয় না। আধুনিক চাষাবাদে মাটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলেও অনেক কৃষক সময় ও দূরত্বের কারণে মাটি পরীক্ষা করাতে পারছেন না । এতে তাদের ফলন যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি তারা তাদের পণ্য বাজারে নিয়ে গেলেও ভালো দাম পায় না। এতে কৃষকদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।
আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ার হয়েও মাটির প্রতি টান! তাই চাষ করে বছরে ১ কোটি আয় যুবকের
কৃষকদের এসব সমস্যার কথা মাথায় রেখে ভ্রাম্যমাণ ল্যাব তৈরি করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । ‘ল্যাব টু ল্যান্ড’ ধারণার ভিত্তিতে তৈরি এই ল্যাবে কৃষকরা মাটি পরীক্ষার পাশাপাশি ফসলের রোগ শনাক্ত করতে পারবেন । এর মাধ্যমে কৃষকরা জানতে পারবে তাদের জমিতে কোন পুষ্টি উপাদানের অভাব রয়েছে। ফলে তারা সারের অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারবে।
আরও পড়ুনঃ কৃষকদের আয় বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
কৃষকদের সমস্যা বোঝার জন্য প্রথমে ওই শিক্ষার্থী তার নিজস্ব এনজিও গঠন করে কৃষকদের মাঝে গিয়ে তাদের সমস্যা বুঝে নেয়। এর মাধ্যমে ২০১৮ সালে তিনি ল্যাব তৈরির কাজ শুরু করেন । এখন এই ল্যাবটি কৃষকদের সাহায্য করার জন্য প্রস্তুত।মিনি সয়েল ল্যাব কিট দিয়ে কৃষকরা ১০ ধরনের মাটি পরীক্ষা করতে পারবে । মাঠের পিএইচ স্তর, নাইট্রোজেন, জিঙ্ক, সালফার, ফসফরাস ইত্যাদি সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। কৃষকরা জানতে পারবে তার জমিতে কোন পুষ্টিকর সার প্রয়োজন।
Share your comments