কৃষিজাগরন ডেস্কঃ দুর্গাপুজোর আগে যেমন বৃষ্টির পূর্বভাস দিয়েছিল আবহাওয়া দফতর ঠিক তেমনি এবার কালীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। কারণ কালীপুজোর আগে ফের ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে। তবে কালীপূজোর আগে ঠান্ডা পরার কোনও সম্ভবনা নেই।রাজ্যে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা থাকলেও, ২০ অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক ৮২ শতাংশ। কাল দিনের তাপমাত্রা সামান্য কমে হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
আরও পড়ুনঃ বর্ষা বিদায় নিলেও কালীপূজোয় ভিলেন সেই বৃষ্টি
আজকের আবহাওয়া কেমন থাকবে ?
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৯° সেলসিয়াস
আর্দ্রতা : ৭১%
আরও পড়ুনঃ Today Kolkata Weather: বিদায়ের আগে ঝড়ো ব্যাটিং,বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা
হাওয়া অফিস সুত্রে খবর, গতকাল সকাল সাড়ে আটটায় তৈরি ঘূর্ণাবর্ত এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং ক্রমশ নিম্নচাপে রূপান্তরিত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর। ২২ তারিখ সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৩ তারিখ নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই সাইক্লোনের সম্ভাব্য ল্যান্ডফল ২৪ তারিখের মধ্যেই হতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা,কবে থেকে পরবে জাঁকিয়ে শীত ?
এদিকে ২০ অক্টোবর অর্থাৎ আগামিকাল পর্যন্ত পশ্চিমের জেলাগুলো যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এরপর ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে কোথায় কবে বৃষ্টি হবে, তা এখনও নির্দিষ্ট ভাবে জানায়নি হাওয়া অফিস।