'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 15 May, 2022 12:23 PM IST
আজও ভারী বৃষ্টির মুখে রাজ্য, অশনি নিয়ে এল বর্ষা? কি বলছে হাওয়া অফিস

বঙ্গে এখনও রয়েছে অশনির প্রভাব। ঘূর্ণিঝড় বিদায় নিলেও রেখে গেছে তার প্রভাব। এখনও রাজ্যের বেশ কিছু জেলায় চলছে বৃষ্টির দাপট। তবে আজ ছুটির দিনেও কি শহর কলকাতা ভিজবে বৃষ্টিতে। নাকি হালকা রোদ আর হালকা বৃষ্টিতে বাড়িতে বসেই ছুটি কাটাবে শহরবাসী। কি বলছে হাওয়া অফিস।

আজ সকাল থেকেই আকাশ মেঘলা আকাশ শহর কলকাতায়। ছুটির দিনেও শহরবাসীকে বাড়িতে বসেই উপভোগ করতে হবে বৃষ্টি। হাওয়া অফিসের সুত্রের খবর রবিবার বজ্রবিদ্যৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায়। এদিকে তাপমাত্রার পারদ অবশেষে মাথা নত করেছে বৃষ্টির কাছে। আজ শহরের বুকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিসের মতে মরশুমের আগেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা। অশনির প্রভাবের ফলেই রাজ্যে  তাড়াতাড়ি প্রবেশ করবে বর্ষা। আবহাওয়া যদি অনুকূল থাকে তাহলে আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর তারপরই বর্ষার প্রবেশ করবে বর্ষা।

আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও শনিবার এর পর তুলনামুলক বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ৫ জেলায় হতে পারে বৃষ্টি। পাশাপাশি ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অশনির মধ্যেই আরও একটি সাইক্লোনের কালো ছায়া! গতিবেগ ঘণ্টায় ১১২কিমি। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বঙ্গের বিভিন্ন রাজ্যে রয়েছে আরও একটি ঘূর্ণিঝড়ের অ্যালার্ট। অশনি অবশ্য খুব বেশি ক্ষয়ক্ষতি না করলেও দেশের ওপর আরও এক সাইক্লোনের কালো ছায়া। ভারত মহাসাগরে তৈরি হয়েছে সাইক্লোন করিম।যা ভারতের স্থলভূমিতে আঘাত করবে এমন আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ  বিমানবন্দর তৈরির জন্য বলি ৩০ লক্ষ চা গাছ! কান্নায় হা-হুতাশ কর্মীরা

সোজা কথায় ভারতের উপকূলভাগের জন্য জোড়া থ্রেট তৈরি হয়েছে। যাতে উপকূলের বেশ কয়েকটি রাজ্যকে অ্যালার্টে রাখা হয়েছে। সাইক্লোন করিম এই সপ্তাহান্তে আরও বড় আকার ধারণ করবে। ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতি হবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুনঃ  কেন এসেছিল Tata Nano, ১৪ বছর পর রহস্য উন্মোচন করলেন রতন টাটা

English Summary: Even today, in the face of heavy rain, the state brought rain with thunder? What the weather office is saying
Published on: 15 May 2022, 12:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)