গত কয়েক সপ্তাহ ধরেই সূর্যের প্রকট তাপপ্রবাহ সহ্য় করছে রাজ্য়বাসী। পশ্চিমের জেলাগুলি তো বটেই কলকাতা ও লাগোয়া এলাকাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে । পশ্চিমভারত থেকে আসা শুষ্ক ও উষ্ণ বাতাস বাধাহীনভাবে প্রবেশ করছে দক্ষিণভারতে। যার ফলে বইছে তাপপ্রবাহ। ব্যাপক ঘামের সাথে তীব্র অস্বস্তিতে ভুগছেন সাধারণ মানুষ।
তবে গতকাল থেকেই স্বস্তির নিশ্বাস ফেলছে বঙ্গবাসী। ধীরে হলেও আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পুবালি হাওয়ার দাপটে বাতাসে বাড়ছে জলীয় বাষ্প। আর সেই জন্যই বঙ্গবাসী দেখছে বৃষ্টির মুখ। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে আজ রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামীকালও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বইবে দমকা ঝোড়ো হাওয়া। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি।
এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ Monsoon 2022: জলদি আসবে বর্ষা, কৃষকরা শীঘ্রই প্রচণ্ড তাপ থেকে স্বস্তি পাবেন, চাষে খুব ভাল লাভ হবে
প্রসঙ্গত, গতকাল হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলায় হয়েছে বৃষ্টি। পাশাপাশি কলকাতার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উল্লেখ্য এতদিন চাতক পাখির মত বসে থাকার পর অবশেষে বৃষ্টির সুখ অনুভব করল রাজ্যের একাংশ। হাওয়া অফিসের সুত্র অনুযায়ী আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে শুরু হবে আবহাওয়ার পরিবর্তন। মাঝে মাঝেই বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ।
আরও পড়ুনঃ এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়