এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 29 September, 2022 2:56 PM IST
প্রতীকী ছবি।

কৃষিজাগরন ডেস্কঃ  আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কয়েকটি জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকেও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩° ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২° ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৭% ।

আরও পড়ুনঃ পূজোতে বৃষ্টি? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, একনজরে বঙ্গ আবহাওয়ার হালচাল

আজকের আবহাওয়া কেমন থাকবে ?

সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৩° সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.২° সেলসিয়াস

আর্দ্রতা : ৮৭%

আজ  দক্ষিণবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির মাত্রা সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ আজও বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য, কতদিন চলবে বৃষ্টির চোখরাঙানি ?

আজ  উত্তরবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে আজ থেকেই। আজও কাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে  বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

English Summary: Heavy rain forecast again in North Bengal, these five districts will get wet
Published on: 16 September 2022, 10:45 IST