কৃষিজাগরন ডেস্কঃ উত্তর থেকে দক্ষিণ শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। চলতি মাসের শুরু থেকেই গাঁয়ে লাগছে কনকনে ঠান্ডা বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন খুব একটা ঠান্ডা থাকবে না বাংলায় ।এর আগে গত সপ্তাহের শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল ১৫ ডিগ্রির ঘরে।
সোমবারও রাজ্যের যে পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। কী কারণে অসময়ের এই বৃষ্টি, তার কারণ ব্যাখ্যায় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। অন্য দিকে, পঞ্জাবের দিক থেকে উত্তুরে ঠান্ডা হাওয়াও ঢুকছে রাজ্যে। এই দুয়ের জেরেই রাজ্যে এই অসময়ের বৃষ্টি বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ দু’তিন দিনেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন! হবে তুমুল বৃষ্টি
তবে গত তিন দিনে তাপমান যন্ত্রের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী।গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই তীব্র শীত এখনও কয়েক দিন বজায় থাকবে। তবে ঠান্ডায় কালিম্পংকেও পিছনে ফেলে দিয়েছে বর্ধমান।
আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই শীতের ঝোরো ব্যাটিং,পারদ নামল জেলাগুলিতে
ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ পড়তে শুরু করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম সহ উত্তর বঙ্গের জেলা গুলিতে অনেকটাই কমেছে তাপমাত্রার পারদ। অনেকেই হালকা গরম চাদর বের করতে শুরু করেছেন জেলাগুলিতে। উত্তরবঙ্গে জেলা গুলিতে সকালের দিকে কুয়াশা দেখা দিচ্ছে। পার্বত্য এলাকা গুলিতে তাপমাত্রার পারদ আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এই মুহূর্তে আগামী ৪ থেকে ৫ দিন পশ্চিমবঙ্গে উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। শীতের কাঁপুনি ভাব টের পাওয়া যাবে জেলাগুলিতেও । প্রসঙ্গত, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে পারদপতন হয়েছিল পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নামতে পারে । উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তর বঙ্গের মানুষ। তারমধ্যেই পর্যটকরা ভিড় করছেন পাহাড়ে, ডুয়ার্সের জঙ্গলে।