শীতের আসল মজা উপভোগ করছে গোটা রাজ্যবাসী। ক্রমশ নামছে পারদ। কনকনে ঠাণ্ডায় কাবু গোটা বাংলা। তবে বাংলার শীতে নজর দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বড়দিনের দিন অর্থাৎ ২৫শে ডিসেম্বর রাজ্যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। তার জেরেই বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাবে শহর কলকাতায়। গত দুদিন ধরে হাড় কাঁপানো শীত উপভোগ করছিল গোটা রাজ্য। তাপমাত্রা নেমে এসেছিল ১১ ডিগ্রিতে। তবে আজ তাপমাত্রা বাড়ল কিছুটা। কলকাতায় আজ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ ২১ কোটি টাকারও বেশি মূল্যের একটি মহিষ, জানুন কেন এত দাম এই মহিষের
আগামী দুদিনে আরও বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে রাজ্যে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা আজ দুপুরে নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হবে। এই নিম্নচাপ অক্ষরেখাটি রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে। আর সেই কারণেই বাড়বে তাপমাত্রা। ২৫ শে ডিসেম্বর একটু তাপমাত্রা উপভোগ করবে রাজ্য বাসী। তবে আগামী দু-তিন দিন কনকনে শীত উপভোগ করবে কলকাতা বাসী। আজ কলকাতায় আকাশ থাকবে পরিষ্কার।
আরও পড়ুনঃ সহজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যাবে , শুধু এই বিষয়গুলো মাথায় রেখে চলুন
দক্ষিনবঙ্গেও আকাশ থাকবে পরিষ্কার। কলকাতা,পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও পরিষ্কার থাকবে আকাশ। পাশপাশি উত্তরবঙ্গে বাড়বে শীতের দাপট। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তরবঙ্গে দেখা যাবে কুয়াশা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তবে আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার এবং বেলা গড়াতেই ঝলমলে রোদ উপভোগ করবে গোটা রাজ্য।