কৃষিজাগরন ডেস্কঃ আপাতত রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা।এমনটাই খবর আবহাওয়া দফতরের।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী দুদিনের মধ্যে রাজ্যে থেকে বর্ষা বিদায় নেবে।রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে।তবে কালীপূজোর আগে ঠান্ডা পরার কোনও সম্ভবনা নেই।রাজ্যে ঘূর্ণিঝড়ের কোনও সতর্কবার্তা না থাকলেও, ২০ অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতাসহ আশেপাশের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্মনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫% শতাংশ।
আরও পড়ুনঃ Today Kolkata Weather: বিদায়ের আগে ঝড়ো ব্যাটিং,বঙ্গ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা
আজকের আবহাওয়া কেমন থাকবে ?
সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.২°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৫%
উত্তরবঙ্গ থেকে শনিবার বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গ থেকে আজ বিকেলের মধ্যে বর্ষা বিদায় নেবে। আপাতত ৭২ ঘণ্টা দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। কলকাতায় আজ মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। জলীয় বাষ্পের পরিমাণ ৯০ এর কোঠা থেকে রাতারাতি ৮০ শতাংশে নামবে, ফলে অস্বস্তি সামান্য হলেও কমবে। কাল দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ থেকে রাতারাতি কমে ৮৪ শতাংশ হয়েছে। বৃষ্টি হয়নি।
আরও পড়ুনঃ বাঙালীর শ্রেষ্ট উৎসবে ভিলেন সেই বৃষ্টি