বৃষ্টির হাত থেকে এখনই রক্ষা পাচ্ছে না বঙ্গ। ফের ওয়েদার আপডেট দিল আইএমডি। তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন সঙ্গে পশ্চিমি ঝাঞ্জার পরিস্থিতি। বাংলাদেশের কিছু এলাকায় তৈরি হয়েছে এই সার্কুলেশন জানিয়েছে হাওয়া অফিস।
এর ফলে গোটা ভারতবর্ষ জুড়ে জারি থাকবে দুর্যোগ। হাওয়া অফিসের সুত্র অনুযায়ী ৩ দিন ব্যাপি চলবে এই দুর্যোগ। দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টির পরিমাণ কম। আজও সেভাবে বৃষ্টি হবে না কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে। আজ কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি। আগামী দিনে এই দুর্যোগের প্রভাব কতটা পড়বে সেই আপাতত কোনও তথ্য দেয়নি হাওয়া অফিস। তবে সাইক্লোনিক সার্কুলেশন যদি শক্তিশালী হয় তাহলে তাঁর প্রভাব পড়বে বঙ্গেও। এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি ইত্যাদি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আপেক্ষিক আদ্রতা ৭০ শতাংশ পর্যন্ত নামতে পারে। যার জেরে রাতের দিকে কালবৈশাখীও হতে পারে। সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে শহর জুড়ে। হাওয়া অফিসের সুত্র অনুযায়ী আগামী ৮ই এপ্রিল একটি পশ্চিমি ঝঞ্জা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আবহাওয়ায় হতে পারে বড় পরিবর্তন।
আরও পড়ুনঃ সারের মূল্য বৃদ্ধি! ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির লঙ্কা চাষীরা
গোটা দেশের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে আগামী তিন দিন উত্তর-পূর্ব ভারত, সিকিম, তামিলনাড়ু, কেরল, ইত্যাদি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজধানীতে রয়েছে আবহাওয়া অফিসের সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে শিলাবৃষ্টি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত গোটা দেশ থেকে এখনই সরছে না কালো মেঘের ঘনঘটা। গোটা দেশেই আগামী তিন দিন জারি থাকছে দুর্যোগের ছায়া।
আরও পড়ুনঃ সহায়ক মুল্যে আলু কেনা হবে? মিটবে কৃষকদের দাবি? কি বলছে কৃষি দফতর