এই জাতের ছাগল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটি প্রতিদিন ৩ লিটার দুধ দেয়! পুকুর পাড়েই তৈরী করা যেতে পারে মাছের বিভিন্ন প্রাকৃতিক খাবার মাশরুমের রোগ ও পোকা এবং তার নিয়ন্ত্রণ
Updated on: 28 September, 2022 4:00 PM IST
প্রতীকি ছবি

এখন মার্চ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি এবং আবহাওয়ার পরিবর্তন এখনো চলছে।  আবহাওয়া  দফতর জানিয়েছে ,রাজ্য়ের  আবহাওয়ায়  বড়  ধরনের  পরিবর্তন দেখা যেতে পারে । পূর্বদিকের বাতাসের প্রভাবের কারণে ,৩০ মার্চ রাজ্যের পূর্বাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে । তা ছাড়া রাজ্য়ের  বহু জেলায় তাপপ্রবাহের গতি বাড়তে চলেছে । যার জেরে রাজ্য়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গরমের এমন প্রকোপ । এর পরিপ্রেক্ষিতে কৃষকরা তাদের ফসল নিয়ে বেশ চিন্তিত । এমন পরিস্থিতিতে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদার জানিয়েছে , আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস ।

 দেশব্যাপী আবহাওয়া ব্যবস্থা

  • মারাঠওয়াড়া এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের মধ্য দিয়ে বিদর্ভ থেকে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক পর্যন্ত নিম্ন স্তরে একটি নিম্নচাপ রেখা তৈরি হচ্ছে।

  • একটি ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম আরব সাগরের উপর অবস্থান করছে।

আরও পড়ুনঃ আসছে কালবৈশাখী! কোন কোন জেলায় চলবে এর দাপট? কী বলছে হাওয়া অফিস?

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়ার গতিবিধি

  • গত ২৪  ঘন্টায়  আসাম , মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। উত্তর-পূর্ব ভারতের বাকি অংশ এবং তামিলনাড়ুর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

  • গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , কেরালা এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং গোয়ার বিচ্ছিন্ন অংশে হালকা বৃষ্টি হয়েছে ।

পরবর্তী ২৪  ঘন্টা আবহাওয়ার কার্যকলাপের সম্ভাবনা

  • পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে, কেরালা এবং দক্ষিণ কর্ণাটকের এক বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • উত্তর-পূর্ব ভারত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে হালকা বৃষ্টি হতে পারে ।

  • পশ্চিম রাজস্থানের এক বা দুটি অংশে এবং পরে হিমাচল প্রদেশ এবং গুজরাটের এক বা দুটি জায়গায় তাপপ্রবাহের অবস্থার পুনঃপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ Cyclone Asani Update: শুরু সাইক্লোন অশনির তাণ্ডব! বৃষ্টি শুরু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে

English Summary: The whole state in the grip of heat, from the common man to the peasantry in misery
Published on: 28 March 2022, 12:20 IST